ওসমানী হাসপাতালের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২২

ওসমানী হাসপাতালের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

যথাযথ মর্যাদায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভুইয়ার নেতৃত্বে দিবসটি উপলক্ষে ওসমানী হাসপাতালের উদ্যোগে দিনভর বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্সিং কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, মডেল পরিবার পরিকল্পনা ক্লিনিক, সংক্রামক ব্যাধি হাসপাতালের চিকিৎসক এবং সিলেট নার্সিং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল- সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, হাসপাতাল ভবন আলোকসজ্জা, সকাল ৬টা ১০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, মহান মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, হাসপাতালের রোগীদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ।

সকাল ১০টায় হাসপাতালের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয় ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তিতে দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা।

এছাড়া আগের দিন ২৫ মার্চ পাকবাহিনীর গণহত্যার স্মৃতিচারণ নিয়ে রাত সাড়ে ৮টায় হাসপাতালের দ্বিতীয় তলার সেমিনার রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাত ৯টা ১ মিনিটে হাসপাতালের প্রশাসনিক ব্লকে প্রতীকি ব্ল্যাক আউট পালন করা হয়।

কর্মসূচিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া ছাড়াও উপস্থিত ছিলেন- উপ পরিচালক ডা. মো. আব্দুল গফফার, সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. মাহবুবুল আলম, সহকারী পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) ডা. আবুল কালাম আজাদ, মিডলেভেল চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ও আবাসিক সার্জন (ইএনটি) ডা. মো. নুরুল ইসলাম, আবাসিক সার্জন (জেনারেল) ডা. মো. রাশেদ আশরাফ, আবাসিক চিকিৎসক (মেডিসিন) ডা. আবু নঈম মোহাম্মদ, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান, ডা. চয়ন রায়, ডা. খালেদ মাহমুদ, ডা. আবদুল কাইয়ুম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মোসাম্মৎ রিনা বেগম, উপ-সেবা তত্ত্বাবধায়ক চম্পা ইয়াসমিন।

নার্সিং কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামিমা নাছরিন, সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, যুগ্ম সাধারন সম্পাদক মো. সুলেমান আহমদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ চন্দ্র দাস, উপদেষ্টা মো. জসিম উদ্দিন সরকার, মো. গোলাম রাব্বানী, কোষাধ্যক্ষ নিলুফা ইয়াসমিন, নার্সিং কর্মকর্তা গোলাম মোস্তফা, তাইবুনা আক্তার, সুমন চন্দ্র দাস, মো. আমিনুল ইসলাম, মো. নাজির আলম, আব্দুল খালিক, মো. কিবরিয়া খোকন, সিক্তা রানী দে, মোসা. কনক লতা, আছমা আক্তার খানম, তৃষ্ণা তেরেজা ডি’ কস্তা, সমীর চন্দ্র দাস, এম এন এ চৌধুরী, এনায়েত আল আমিন, আওলাদ হোসেন মাছুম, তৈয়বুর রহমান, হালিম, রাহুল ও শাহাদাত।

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন উপসেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) সেলিনা আক্তার খাতুন, বিএনএ’র সভাপতি মাসুদ আহমদ খান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, নার্সিং কর্মকর্তা হাবিবুল বাশার সুমন, শিউলি সুলতানা, সাথী বিশ^াস, রুমি রানী দাস। সিলেট নার্সিং কলেজের স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আতিক হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন- সিলেট এমএজি ওসমানী হাসপাতালের ৩য় শ্রেণী সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবুল খয়ের চৌধুরী, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, পিএটু পরিচালক মো. রুহুল আমিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল মালেক খান, ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সভাপতি আবদুল জব্বার, সাধারণ সম্পাদক মো. রুবেলসহ হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2022
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..