বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ভূমিহীন এক বিধবা নারীর মামলায় মাফিজ আলী নামের এক প্রভাবশালিকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
রবিবার সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রাট ২য় আদালতে হাজিরা দিতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
আসামি মাফিজ আলী উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা কোনাপাড়া গ্রামের আব্দুস সোবহান তুফানির ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবি এ্যাডভোকেট প্রসেন কান্তি চক্রবতি।
জানা গেছে, দীর্ঘদিন ধরে রামপাশা কোনাপাড়া গ্রামে সরকারি ভুমিতে দুই ছেলে-মেয়ে নিয়ে বসবাস করে আসছেন বিধবা নারী শিশমা বেগম (৩০)। এই ভুমি থেকে শিশমা বেগমকে উচ্ছেদ করতে নানা নিপিড়ন নির্যাতন করছেন প্রতিপক্ষ।
গত ২২মার্চ মঙ্গলবার সকালে ভুমি সংক্রান্ত বিষয় নিয়ে মাফিজ আলী গংরা বিধবা শিশমা বেগমের উপর হামলা চালায়। এতে ওই নারী গুরুত্বর জখম হলে তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ওই নারীর ভাসুর মস্তাব আলী বাদি হয়ে বিশ্বনাথ থানায় ৫জনের নাম উল্লেখ করে ও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। (মামলা নং-১৩/২২ইং)।
এই মামলার হাজিরা দিতে সিলেট আদালতে যান ৫আসামির মধ্যে ৪জন। আদালত ৩জনের জামিন মঞ্জুর করেছেন এবং ২নং আসামিকে জেল হাজতে প্রেরণ করেছেন।
Sharing is caring!