সিলেট ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২২
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথরে চলছে হরিলুট। পাথর দস্যুরা রাতের আঁধারে পাথর লুট করে বিক্রি করছে। মঙ্গলবার পুলিশ অভিযান চালিয়ে দুই গাড়ি সাদাপথরসহ পাথরদস্যু চক্রের ২ সদস্যকে আটক করেছে। উপজেলার স্থানীয় ভাই স্টোন ক্রাশার মিল থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গ্রামের আব্দুস শহীদের পুত্র মোহাম্মদ আলী ও উপজেলার রাজনগর গ্রামের আব্দুল মালেকের পুত্র আব্দুল আলিম।
স্থানীয় সংবাদসূত্র জানায়- পুলিশের লাইনম্যান পরিচয়ে কোম্পানীগঞ্জ উপজেলার সরকারদলীয় নেতা সাহাব উদ্দিন ও তার ভাগ্নে রাসেলের নেতৃত্বে গত এক সপ্তাহ ধরে পর্যটন কেন্দ্র’র সাদাপাথর লুট করা হচ্ছে। রাতের আঁধারে শতাধিক বারকি নৌকা দিয়ে পাথর লুটে তা স্থানীয় স্টোন ক্রাশার মিল গুলোতে বিক্রি করছে লুটেরোচক্র। সাহাব উদ্দিন ও রাসেল গত এক সপ্তাহে বারকি নৌকাগুলো থেকে প্রায় ৮ লাখ টাকা চাঁদা আদায় করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে আবারো শতাধিক নৌকা দিয়ে পাথর লুট করা হয় এবং লুণ্ঠিত পাথর ভাই ভাই স্টোন ক্রাশার মিল ও আব্দুল মনাফ ক্রাশার মিলে বিক্রি করা হয়।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার একদল পুলিশ মঙ্গলবার অভিযান চালিয়ে ভাই ভাই ক্রাশার মিল থেকে পাথরভর্তি দুটি গাড়িসহ মোহাম্মদ আরী ও আব্দুল আলিমকে আটক করে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী মঙ্গলবার রাতে জানান, লুণ্ঠিত সাদাপাথরসহ গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে পাথর লুটের নেপথ্যের নায়কদের বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd