সিলেট ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২২
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: আকস্মিক পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় গোয়াইনঘাট উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণসামগ্রী ও কৃষি উপকরণ বিতরণ করেছেন সরকারের
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি। ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণসামগ্রী ও কৃষি উপকরণ বিতরণের জন্য তিনি একদিনের সংক্ষিপ্ত সফরে মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে ৯ টায় সরাসরি তাঁর নির্বাচনী এলাকা গোয়াইনঘাটের সালুটিকর বাজারে এসে পৌঁছেন। এসময় সালুটিকর বাজারে উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ শেষে নন্দীরগাঁও ইউনিয়নের দ্বারিকান্দি,বাইমারপার, চলিতাবাড়ী ও জলুরমুখ বাজারে কৃষকদের সাথে মতবিনিময় করেন। পরে মন্ত্রী তোয়াকুল ইউনিয়নের লক্ষ্মীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। বেলা সাড়ে এগারটায় মন্ত্রী গোয়াইনঘাট উপজেলা সদরের ডাকবাংলোর সামনে লেংগুড়া ও ডৌবাড়ি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ সামগ্রী ও শহীদ মিনারের সামনে কৃষকদের মাঝে কৃষি উপকরণ এবং উপজেলা মিলনায়তনে দরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। পরে মন্ত্রী আসামপাড়া মসজিদের সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন পূর্ব জাফলং ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। অপর দিকে দুপুর সাড়ে ১২টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে
“বাংলাদেশের একজন মানুষ গৃহহীন থাকবেন না” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নিদর্শনা বাস্তবায়নে ভুমিহীন ও গৃহহীন (ক) শ্রেনী শতভাগ পূর্ণ বাসন যাচাই করন এবং উপজেলা ভুমিহীন-গৃহহীন মুক্ত সংক্রান্ত যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, আওয়ামী লীগ সরকার সর্বদা অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় আজ গোয়াইনঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করা হয়েছে। তিনি বলেন, গোয়াইনঘাট উপজেলায় শতভাগ গৃহহীন ও ভুমিহীন পরিবার নিশ্চিত করার জন্য প্রত্যেক ইউপি সদস্য ও চেয়ারম্যান গনকে দায়িত্ব দিয়ে তালিকা তৈরি করতে হবে। প্রয়োজনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ওয়ার্ড পর্যায়ের সভাপতি/সম্পাদকদেরকে উক্ত তালিকা প্রস্তুত করতে সহায়তা নেয়ার পরামর্শ দেন। মন্ত্রী বলেন, ভোলাগঞ্জ, বিছনাকান্দি, জাফলং ও শ্রীপুর কেয়ারী থেকে পাথর উত্তোলনের চিন্তা মাথা থেকে সরিয়ে পর্যটন মুখী ব্যাবসায় মনযোগ দেয়ার জন্য। পর্যটন মুখী ব্যাবসায় মন্ত্রী সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। মন্ত্রী মোট ১৪৫০ জন কৃষকের মধ্যে জনপ্রতি
বীজ ৫ কেজি,ডিএপিও ২০ কেজি, এমওপি ১০ কেজি করে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় ১ কোটি ৬১ লাখ টাকা মূল্যের ১৫ টি
কম্বাইন হার্ভেষ্টারের মধ্যে ৫ টি বিতরণ করেন। বিভিন্ন অনুষ্ঠান মালায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মুজিবর রহমান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুচিকান্ত হাজং,গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক,
গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, সমাজসেবা কর্মকর্তা আবু কাওছার, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম,নিজাম উদ্দিন, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও,ক্রীড়া সম্পাদক কামরুল হাসান,
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ সিরাজ উদ্দিন, নাসির উদ্দিন, লুৎফুল হক, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, সাংবাদিক সুবাস দাস, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায় প্রমুখ
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd