জাল দলিলে ভুমি আত্মসাতের ঘটনায় গ্রেফতার ১

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২২

জাল দলিলে ভুমি আত্মসাতের ঘটনায় গ্রেফতার ১

ক্রাইম সিলেট ডেস্ক : জালিয়াতির মাধ্যমে ভুয়া দলিল তৈরী ভুমি আত্মসাত এবং নিজের স্বার্থসিদ্ধির জন্য একজন মানসিক প্রতিবন্ধীকে হত্যার অভিযোগ দায়েরকৃত মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন সাইফুল ইসলাম শাকিল নামের এক আসামীকে। বুধবার তিনি আদালতে জামিন চাইতে গেলে আদালত তার জামিন না মঞ্জুর করেন।
তিনি সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিট্রেট আদালতে কাজীটুলা ই ব্লকের ৩২নং বাসার মৃত মো. নুরুল ইসলামের ছেলে ফখরুল ইসলাম শামীমের দায়েরকৃত মামলার প্রধান আসামী ছিলেন। কতোয়ালী সিআর মামলা নং- ২৫২/২০২২ইং।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ফখরুল ইসলাম শামীমের মানসিক প্রতিবন্ধী বড় ভাই ফয়জুল ইসলাম ৫ ফেব্রুয়ারী বাসার কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেন নাই। এ ঘটনায় ৯ ফেব্রুয়ারী এসএমপির কতোয়ালী মডেল থানায় একটি জিডি এন্ট্রি করেন তিনি। জিডি নং- ৮৬৯। পরবর্তীতে ১৩ ফেব্রুয়ারী বিয়ানীবাজার থানার জিডি এন্ট্রি নং- ৬৪৭ এর প্রেক্ষিতে বিয়ানীবাজারের দুবাগ এলাকার আল তায়েফ ব্রিক ফিল্ডের পূর্ব পাশে জনৈক মাওলানা আব্দুল গফুরের বাড়ীর রাস্তা থেকে প্রতিবন্ধী ফয়জুর ইসলামের লাশ উদ্ধার করা হয়।
বাদীর ভাই নিখোঁজের পর থেকে আসামী সাইফুল ইসলামের চলাফেরা ছিলো সন্দেহজনক। সাইফুল ইসলাম মামলার স্বাক্ষী শাহিদুল ইসলাম ও এ এইচ এ আল মাহমুদের সামনে বলেন তার বিরুদ্ধে যেন মামলা করা না হয়। তাহলে আমি জমির দলিল ফেরত দিয়ে দেবো। যে জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। অপর দিকে আসামী সাইফুল ইসলাম জালিয়াতির মাধ্যমে আমোক্তারনামার কথা বলে ২০১০ সালের ১ জুন বাদী ফখরুল ইসলাম শামীম এবং তার মাতা ও প্রতিবন্ধী বড় ভাই মো. ফয়জুল ইসলামকে দাতা সাজিয়ে প্রতারণামূলকভাবে একটি দানপত্র দলিল সৃজন করেন। যা সম্পূর্ণ ভুয়া।
তাছাড়া ২০০২ সালের ১৩ জুন সিলেট পৌরসভা থেকে বাদী ফখরুল ইসলাম শামীম ও বাদীর অন্যান্য ভাই-বোনদের সাথে আসামী সাইফুল ইসলাম নিজের নাম অন্তর্ভূক্ত করে বেআইনীভাবে বাদী ফখরুল ইসলাম শামীমের পিতা মোহাম্মদ নুরুল ইসলামের সন্তান মর্মে উত্তরাধিকারী সনদ গ্রহন করেন। পরবর্তীতে উক্ত জাল সনদ ব্যবহার করে নুরুল ইসলামের ভুয়া উত্তরাধিকার সেজে সিলেটের সহকারী কমিশনার (ভুমি) সদর থেকে নামজারী মোকদ্দমা নং- ৫৩৭৬/১৯৯৯ ২০০২ দায়ের করে ৮৪৫২ নং নামজারী খতিয়ানে সাইফুল ইসলাম তার নাম যুক্ত করেন। অনুরূপভাবে মোহাম্মদ নুরুল ইসলামের উত্তরাধিকারী না হয়েও জালিয়াতির মাধ্যমে বিএস পর্চা নেন। বাদী মামলায় উল্লেখ করেন আসামী সাইফুল ইসলাম শাকিল সম্পদের লোভে প্রতিবন্ধী ফয়জুল ইসলামকে যে কোন এক সময় হত্যা করেছেন।
এই হত্যাকন্ডে সাইফুল ইসলাম শাকিলের সংশ্লিষ্টতার বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়ায় আদলত দরখাস্ত মামলাটিকে এফআইআর হিসেবে গণ্য করেন। ফখরুল ইসলাম শামীমের পরিবারের দাবি সম্পদের লোভে পরিকল্পিতভাবে প্রতিবন্ধী ফয়জুল ইসলামকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে ন্যায় বিচার প্রার্থনা করেছেন বাদীর পরিবার-পরিজন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2022
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..