কুমারগাঁয়ে বিএনপির মিছিলে পুলিশের বাধা; উভয়পক্ষের মধ্যে মারামারি, গ্রেফতার-৩, জালালাবাদ থানায় মামলা দায়ের

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, মে ১৬, ২০২২

কুমারগাঁয়ে বিএনপির মিছিলে পুলিশের বাধা; উভয়পক্ষের মধ্যে মারামারি, গ্রেফতার-৩, জালালাবাদ থানায় মামলা দায়ের

স্টাফ রিপোর্টার: সারা দেশে রাজনৈতিক নির্যাতন ও সরকারের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ডে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা। খবর নিয়ে জানা যায়, গতকাল বিকাল অনুমান ৪:৩০ ঘটিকার দিকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করে পুলিশের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়। এ সময় পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাদানি গ্যাস নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করিতে ফাকাগুলি বর্ষণ সহ রাবার বুলেট নিক্ষেপ করিলে বিএনপির বেশ কয় জন নেতা কর্মী আহত হয়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জন বিএনপি কর্মীকে গ্রেফতার করে। ঘটনার বিষয়ে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন বিএনপি শান্তিপূর্ণ মিছিলের নামে রাস্তায় যানজট সহ প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এসময় পুলিশ তাদেরকে বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করিতে থাকে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। তিনি বলেন উক্ত ঘটনায় জালালাবাদ থানায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ৭৬, তারিখ- ১৫/০৫/২০২২ ইং, মামলার আসামিরা হলেন-১) নাসিম হোসাইন, ২) মিফতা সিদ্দিকী, ৩) আব্দুল কাইয়ুম জালালী পংকি, ৪) কাইয়ুম চৌধুরী, ৫) মো: আব্দুল ওয়াহিদ, ৬) মকসুদ আহমদ, ৭) আলতাফ হোসেন সুমন, ৮) মুমিনুল ইসলাম মুমিন, ৯) ছদরুল ইসলাম লোকমান, ১০) সালমান আহমদ রানা সহ অজ্ঞাত ৫০-৬০ জন। আসামিদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2022
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..