সিলেট ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, মে ১৬, ২০২২
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে ধর্ষকের হুমকির মুখে নিরাপত্তাহীন ধর্ষিতা শিশুর পরিবার। নিরাপত্তা চেয়ে ভিকটিমের মা থানায় সাধারণ ডায়েরী করেছেন।
জানা গেছে, বিশ্বনাথ থানার চৌধুরীগাঁওয়ের মৃত মহরম আলীর পুত্র কাহার মিয়া ২০১৯ সালের ২৬ জুন তার নিজগ্রামে ভাড়ায় থাকা ৫ম শ্রেণির এক শিশুছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ওই বছরের ৩০ জুন বিশ্বনাথ খানায় কাহারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। এ মামলায় আসামী কাহার ৭ মাস জেল খেটে সম্প্রতি হাইকোর্টের জামিনে বের হয়ে আসে এবং মামলাটি সিলেটের বিভাগীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এখনো বিচারাধীন। ইত্যবসরে নিরাপত্তার অভাব জনিত কারণে ভিকটিম শিশুর পরিবার ওই গ্রাম ছেড়ে পার্শ্ববর্তী অন্য গ্রামে চলে যায়। ধর্ষিতা শিশুটিও সেই গ্রামে থেকে বর্তমানে স্কুলে ৮ম শ্রেণিতে পড়ে।
এদিকে জামিনে বের হয়ে ধর্ষণ মামলার আসামী কাহার খোজতে থাকে ভিকটিম ও তার পরিবারকে। গত ৯ মে স্কুলে যাওয়ার পথে ভিকটিম ও তার মাকে রাস্তায় পেয়ে অভিযুক্ত কাহার ও তার গ্রামের মস্তাব আলী ভিকটিম ও তার মার পথরোধ করে মামলা তুলে নেয়ার কথা বলে। মামলা তুলে না নিয়ে মেয়েকে পুনরায় ধর্ষণ এবং মা-মেয়েকে হত্যা ও গুম কে ফেলার হুমকি দেয়। এতে চরম নিরাপত্তাহীন হয়ে পড়েছেন ভিকটিম ও তার মা। নিরাপত্তা চেয়ে ভিকটিমের মা গত ১২ মে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৪৭৩) করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd