বিশ্বনাথে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করলেন আর-রাহমান এডুকেশন ট্রাস্ট

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, মে ২৮, ২০২২

বিশ্বনাথে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করলেন আর-রাহমান এডুকেশন ট্রাস্ট
বিশ্বনাথ প্রতিনিধি : টানা বর্ষণ ও পাহাড়ী ঢলের পানিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ  সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী লামাকাজী ইউনিয়নে আর-রাহমান এডুকেশন ট্রাস্টের উদ্যোগে বন্যাদুর্গত পাচ শতাধিক মানুষের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গ্রাম গুলো হলো, কেন্দ্রীয় কার্যলয় এলাহাবাদ রহমান মনজিল থেকে মাধবপুর, রামপুর, তেলিকোনা, বিলপার, আমের গাঁও, কান্দিগরাম,পাহাড়পুর গ্রামে বিতরণ করা হয়েছে। রহমান মনজিল এলাহাবাদ ইসলামাবাদ।
মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে আর-রাহমান এডুকেশন ট্রাষট ইউ কে এই শ্লোগান নিয়ে আজকের EMERGENCY BANGLADESH FLOOD APPEAL DISTRIBUTION শতাধিক পরিবারের পাশে আর- রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ সেক্রেটারি মাওঃ আব্দুল মালিক এর পরিচালনায় আর-রাহমান এডুকেশন ট্রাস্ট  ইউকের ধারবাহিকতায় এাণ বিতরনের সিলেটে পাচশতাধিক পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ উদ্যোগ নেয়া হয়েছে।
এলাকার মুরব্বী হাজী আবুল লেইছের সভাপতিত্বে অনুষ্ঠানে, প্রধান অতিথি ছিলেন, এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মুখলিছুর রহমান, চেয়ারম্যন, আর- রাহমান এডুকেশন ট্রাস্টের উপদেষ্টা বাংলাদেশ।
প্রধান বক্তা বক্তব্য রাখেন, খাজাঞ্চী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যন মো. নিজাম উদ্দীন সিদ্দিকী।বিশেষ মেহমান ছিলেন, আর- রাহমান এডুকেশন ট্রাস্টের উপদেষ্টা এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার আরাবী প্রভাষক হযরত মাওলানা হাবিবুর রহমান,বিশেষ অতিথি ছিলেন, জগন্নাথপুর চরা  মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ছালেহ আহমদ।
অতিথি ছিলেন, পীর আমিনুর রহমান, এহসানুর রহমান,ফয়েজ আহমদ, লিয়াকত আলী, কমর উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। ARET TV পরিচালক মাহফুজুর রহমান মুস্তাফিজু রহমান আর-রাহমান এডুকেশন ট্রাসট বাংলাদেশ স্থায়ী সদস্য ARET TV নিয়মিত সহকারী পরিচালক হাফিজ মাহমুদুর  রহমান ও আবিদুর রহমান, মুনিয়িমুর রহমান হামিম, তোয়াছিন, সালমান সহ প্রমুখ।
মেহমান বৃন্দ বলেন, যারা দিনমজুর, তারা পরিবার নিয়ে অভুক্ত থাকছে। ঘর বাজারসদাই শূন্য। আয়ের সবরকম উৎস বন্ধ। কখনো দু’বেলা খাবারের ব্যবস্থা হবে তা তারা নিজেরাও জানে না। তাই বাধ্য হয়ে অপেক্ষার প্রহর  গোনছে, কেউ এসে দু’মুঠো খাবার তাদের দেয় কিনা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি, টানা দু’দিন না খেয়ে থাকা বৃদ্ধের খাবারের জন্য আহাজারির দৃশ্য। এরকম এক-দু’জন নয়, হাজার হাজার দরিদ্র দিনমজুর অনাহারে মৃত্যুর প্রহর গোনছে। এই সঙ্কটপূর্ণ মুহূর্তে ইসলাম আমাদের শেখায় মানবিক হতে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তাদের দুমুঠো খাবারের ব্যবস্থা করে দিতে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2022
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..