সিলেট ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, মে ৩০, ২০২২
নিজস্ব প্রতিবেদকঃঃসিলেটের গোয়াইনঘাট উপজেলার নয়া গাঙের পাড় এলাকায় ডাউকি নদীতে ডুবে নিখোঁজের একদিন পর আমির রশিদ নামের এক বালু শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। আমির রশিদ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আবুল হোসেনের ছেলে। তিনি বালু শ্রমিকের কাজ করার সুবাদে গত দুই সপ্তাহ আগে জাফলংয়ের নয়া গাঙের পাড় এলাকায় আসেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে স্থানীয়রা নদীতে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানার এস আই ইমরুল কবীর ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল বালু শ্রমিকের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শনিবার রাতে খাওয়া দাওয়া শেষে আমির রশিদ তার সহকর্মীদের সঙ্গে আড্ডা দিতে নদীর পাড়ে থাকা নৌকায় যায়। সেখানে তারা কয়েকজন মিলে নাচ গান ও আনন্দ ফুর্তি করছিলেন। নাচ গানের একপর্যায়ে হঠাৎ করে পা পিছলে নৌকা থেকে নদীতে পড়ে যান আমির। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd