সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, জুন ১৪, ২০২২
স্বামীহারা সহকর্মীর ব্যাংক ঋণ পরিশোধ করে মহানুভবতার নতুন নজির স্থাপন করলো বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা। ব্যাংক ঋণ পরিশোধের জন্য হাসপাতালের লেবার ওটিতে কর্মরত নার্সিং কর্মকর্তা লিমা আক্তারের হাতে মঙ্গলবার দুই লাখ ৮০ হাজার টাকা তুলে দিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। বিএনএ’র এই সহযোগিতার অর্থ লিমার হাতে তুলে দেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূইয়া।
বিএনএ ওসমানী শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক জানান, চলতি বছরের ৪ মে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে লিমা আক্তারের স্বামী মারা যান। দুই শিশু সন্তানকে নিয়ে ঘোর বিপদে পড়েন তিনি। এর মধ্যে একটি বাণিজ্যিক ব্যাংকে লিমার স্বামীর দুই লাখ ৮০ হাজার টাকা ঋণ ছিল। লিমার পক্ষে এই ঋণ শোধও কষ্টসাধ্য ছিল। বিষয়টি জেনে ওসমানী মেডিকেল হাসপাতালের সকল নার্সিং কর্মকর্তা বৈঠকে বসে লিমার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত হয়।
সেই সিদ্ধান্ত অনুযায়ী ঋণ পরিশোধের জন্য বিএনএ ওসমানী হাসপাতাল শাখার পক্ষ থেকে ২ লাখ ৮০ হাজার টাকা লিমার হাতে তুলে দেয়া হয়েছে। বিএনএ’র পক্ষ থেকে দেয়া এই সহযোগিতার টাকা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভুইয়া লিমার হাতে তুলে দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাসপাতালের উপ পরিচালক ডা. আব্দুল গফফার, সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. মাহবুবুল আলম, উপ সেবা তত্ত্বাবধায়ক চম্পা ইয়াসমিন, নার্সিং সুপারভাইজার বদরুন্নেসা বেগম, বিএনএ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উপদেষ্টা জসিম উদ্দিন সরকার, গোলাপ রব্বানী, ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহ সভাপতি ভ্রান্তি বালা দেবী, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, কোষাধ্যক্ষ নিলুফা ইয়াসমিন, নার্সিং কর্মকর্তা রেখা রানী, মুন্নি দেব, সুমন দেব, আসমা আক্তার খানম, প্রতীমা রানী পাল, তৃষ্ণা তেরেজা ডি’ কস্তা, শান্ত চৌধুরী, সৌরভ দাস তুষার, পার্থ সারথি, এনায়েত, রুহুল, হেলাল আহম্মেদ, জান্নাতুল আফরোজা, মোহন, মোস্তাক ও জিয়া প্রমুখ।
বিএনএ ওসমানী হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন চার সপ্তাহের নার্স শিক্ষক প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসেবে কলেজ অব নার্সিং শেরে বাংলা নগর ঢাকায় অবস্থান করছেন। যে কারণে সহযোগিতা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও ফোনে তিনি খোঁজ খবর নেন। পরে বিএনএ কর্মকর্তারা ব্যাংকে গিয়ে লিমার ঋণ নিষ্পত্তি করে আসেন।
প্রসঙ্গত, এর আগে সিলেটসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা। কখনো আর্থিক সহযোগিতা, আবার কখনো চিকিৎসার ব্যবস্থা করে দিয়ে তারা মহানুভবতার পরিচয় দিয়েছে। যে কারণে সারাদেশের মধ্যে বিএনএ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা একটি মানবিক সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd