সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জুন ২৯, ২০২২
মো. আবুল কাশেম, বিশ্বনাথ : পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের উদ্যোগে ১ হাজার বন্যার্তদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২৯ জুন) দুপুরে দেওকলস ইউনিয়নের সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশপাশের বিভিন্ন গ্রামের ১ হাজার বন্যার্তদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান থানা কম্পাউন্টে রান্না করে প্যাকেটজাতের মাধ্যমে নিজ গাড়ি দিয়ে ওই খাবারগুলো নিয়ে বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনছার আহমদ, থানার তদন্ত অফিসার জাহিদুল ইসলাম, এম এ হান্নান বদরুল, ৭নং দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাইরুল আমিন আজাদ, থানার এসআই মামুনুর রশিদ, এসআই আজহারউল ইসলাম, এসআই বিনয় চক্রবর্তী, সদস্য রবিউল ইসলাম, টিটনসহ কিছু সংখ্যাক মেম্বারবৃন্দরা উপস্থিত ছিলেন।
রান্না করা খাবার বিতরণ কালে থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, বন্যার্তদের মধ্যে গত কয়েক দিন ধরে রান্না করা ও শুকনো খাবার বিতরণ করে যাচ্ছে থানা পুলিশ। খাবার বিতরণের পাশাপাশি পানিবন্দী মানুষের জানমালের নিরাপত্তা প্রদানের লক্ষে নিরলস পরিশ্রম করে যাচ্ছে বিশ্বনাথ থানা পুলিশ। আর বন্যার পানি যতদিন থাকবে ততদিন পুলিশের এসব সেবা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন তিনি।
তিনি আরও বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বন্যার্তদের সেবায় এগিয়ে এসে মানবিকতার পরিচয় দিয়েছে বিশ্বনাথ থানা পুলিশ।
এদিকে, গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রসহ পানিবন্দী থাকা মানুষের মধ্যে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমানের নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা প্রায় ৮ হাজার বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করছেন।
তিনি আরোও বলেন, আগামীকাল বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় আরও ৬০০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলে তিনি জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd