উন্নয়নশীল দেশ গড়তে সবাইকে তথ্য প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত হতে হবে : মোঃ তাহমিলুর রহমান

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২২

উন্নয়নশীল দেশ গড়তে সবাইকে তথ্য প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত হতে হবে : মোঃ তাহমিলুর রহমান

মনজুর আহমদ, গোয়াইনঘাট: গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাহমিলুর রহমান বলেন উন্নয়নশীল দেশ গড়তে সবাইকে তথ্য প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত হতে হবে।

আজ বিশ্বের দিকে থাকালে দেখা যায় তথ্য প্রযুক্তির শিক্ষায় যারা এগিয়ে রয়েছে তারা উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। তিনি ইত্তেহাদ কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালকদের ধন্যবাদ জানিয়ে বলেন তথ্য প্রযুক্তির শিক্ষায় গোয়াইনঘাটকে এগিয়ে নিতে তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

ইউএনও প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ১৪ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২টায় গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয় হলরোমে ইত্তেহাদ কম্পিউটার ট্রেনিং সেন্টার কর্তৃক ৪০ জন শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গোয়াইনঘাট হুসাইনিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মতিন এর সভাপতিত্বে এবং আইসিটিসি প্রধান পরিচালক সুলতান মাহমুদ বিন সিরাজের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মনজুর আহমদ, ১০নং পশ্চিম আলীরগাঁও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খয়ের, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেব ব্রত ভট্টাচার্য, পরগনা বাজার স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মুস্তাফিজুর রহমান ও আবুল কালাম আযাদ।

জানুয়ারি-জুন ২০২২ সেশনের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন, এমন ৪০ জন শিক্ষার্থীদের হাতে সরকার অনুমোদিত সার্টিফিকেট হাতে তুলে দেওয়া হয়েছে। যার মধ্যে ২৫ জন ৩ মাস এবং ১৫ জন ৬ মাস মেয়াদী কম্পিউটার অফিস অ্যাপলিকেশন কোর্স সম্পন্ন করেছেন।

উল্লেখ্য, ২০২০ সালের সেপ্টেম্বরে যাত্রা শুরু করেছিলো ইত্তেহাদ কম্পিউটার ট্রেনিং সেন্টার। এ পর্যন্ত ২০০ এর বেশি ছাত্র প্রশিক্ষণ সম্পন্ন করে, চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সার্টিফিকেট পেয়েছেন।

 

ক্রাইম সিলেট ডটকম/ রায়হান

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..