সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২২
ক্রাইম সিলেট ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে একটি প্রাইভেটকার ও এর ভেতর থেকে দুটি গাভী গরু জব্দ করা হয়েছে। অদ্য বৃহস্পতিবার (১৪ই জুলাই) ভোর ৫টার দিকে হুমায়ুন রশীদ চত্বরস্থ ফেঞ্চুগঞ্জ সড়কের সামনে থেকে এগুলো জব্দ করে পুলিশ।
দক্ষিণ সুরমা থানা পুলিশ জানায়, সন্দেহভাজন একটি সাদা রংয়ের প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১১-২১৬৬) প্রথমে আটক করা হয়। পরে এর ভেতরে কালো রংয়ের মাঝারি আকারের দুটি গাভী পাওয়া যায়। এগুলো চুরি করে আনা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
দক্ষিণ সুরমা থানার ডিউটি অফিসার এসআই রেজাউল সাংবাদিকদের জানান, গরুগুলো থানা হেফাজতে রয়েছে। এগুলোর প্রকৃত মালিক থানায় যোগাযোগ করতে পারবেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd