দক্ষিণ সুরমায় দুর্বৃত্তদের হামলায় যুবলীগ নেতা গুরুতর আহত

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২২

দক্ষিণ সুরমায় দুর্বৃত্তদের হামলায় যুবলীগ নেতা গুরুতর আহত

দক্ষিণ সুরমা প্রতিনিধি :: একটি বাজারের বণিক সমিতির নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন এক ইউনিয়ন যুবলীগ নেতা। গতকাল (১৪ জুলাই) লালাবাজার ইউনিয়নের রাজাপুরে এ হামলার ঘটনা ঘটে। আহত যুবলীগ নেতা বর্তমানে হাসাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তাররা। আহত যুবলীগ নেতার নাম মো. শামীম আহমদ (৪৫)।

তিনি দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাসিন্দা ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিক আহমদের ছেলে। জানা যায়, দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের নাজিরবাজারের বণিক সমিতি নিয়ে দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।

এরই জের ধরে গতকাল (১৪ জুলাই) দুপুরে নাজিরবাজারের রাজমহল নামক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. শামীম আহমদ বাজার থেকে ফরিদপুরস্থ তার বাড়িতে যাওয়ার জন্য রওয়ানা হন। পথিমধ্যে রাজাপুররের সুন্দর মিয়ার কলোনির সামনে আসলে তিনি দুর্বৃত্তদের হামলার শিকার হন। হামলাকারীরা শামীমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। ঘটনার পর লোকজন শামীমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন।

এদিকে, ঘটনার পর পরই দক্ষিণ সুরমা থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সন্দেহজনকভাবে অভিযুক্ত সুন্দর আলী ও গিয়াসুর রহমানসহ তাদের সহযোগিদের আটক করতে চেষ্টা চালিেয়েছে। তবে অভিযুক্তরা বাড়ি থেকে পালিয়ে গেছেন। এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ওসি জানান- ঘটনার পরপরই হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালিয়েছে। কিন্তু আসামিরা পালিয়ে যাওয়ায় তাদের ধরা যায়নি। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..