সিলেট ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২২
ক্রাইম সিলেট ডেস্ক: বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন, কিন্তু কোভিড প্রভাবের কারণে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও কিছু সংকট মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে। চলমান বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য সরকার বিভিন্ন কৌশল খোঁজছে।
রোববার দুপুরে মন্ত্রী হবিগেঞ্জর মাধবপুর উপজেলা প্রশাসন আয়োজিত চা জনগোষ্ঠীর বিভিন্ন অনুদান ও কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ এবং মৎস সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাহবুব আলী বলেন, সরকার বৈশ্বিক পরিস্থি মোকাবেলা করে দেশ ও জনগণের জন্য কাজ করে বেকার দারিদ্র্য নির্মূল করেছে। এখন সবার জন্য কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসুচির আওতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলস্রোতে আনা হয়েছে। তাদের দেওয়া হচ্ছে বিভিন্ন ভাতা। যাদের কোন ঘর বাড়ি নেই তাদের খোঁজে খোঁজে জমি সহ পাকা ঘর তৈরি করে দেওয়া হয়েছে। নারী শিক্ষার অগ্রগতি সহ বিনিয়োগ ও পরিবেশ সুরক্ষায় সরকার কাজ করছে।
উপজেলা নির্বাহি অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, এএসপি মহসিন আল মুরাদ, মেযর হাবিবুর রহমান, চেয়ারম্যান পারুল আহমেদ, চেয়ারম্যান আলা উদ্দিন, চেয়ারম্যান মিজানুর রহমান, চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাব্বির হাসান ও মিজানুর রহমান প্রমূখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd