পৃথিবীতে নার্সিংয়ের মতো মানবিক পেশা খুবই কম : ব্রিগেডিয়ার মাহবুবুর রহমান

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২২

পৃথিবীতে নার্সিংয়ের মতো মানবিক পেশা খুবই কম : ব্রিগেডিয়ার মাহবুবুর রহমান

সিলেট নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং ২০১৬-২০১৭ সেশনের ইন্টার্ন নার্সদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার রুমে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ওসমানী হাসপাতাল শাখার উদ্যোগে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএনএ ওসমানী হাসপাতাল শাখার সভাপতি শামিমা নাছরিনের সভাপতিত্বে ও ইসরাইল আলী সাদেকের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তৃতায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, নার্সিং পেশায় নিয়োজিতরা হলেন মানবতার সেবক। আজ যারা ইন্টার্ন হিসেবে কাজ শুরু করেছে তারা একদিন পেশাদার নার্সিং কর্মকর্তা হিসেবে তাদের কর্মজীবন শুরু করবে। তাদের সেবায় অসুস্থ রোগীরা সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরবে। পৃথিবীতে নার্সিংয়ের মতো মানবিক পেশা খুবই কম আছে। যে কারণে এই পেশায় নিয়োজিতদের মানুষ সম্মানের চোখে দেখে। কোভিডকালীন সময়ে দেশের নার্সিং সমাজ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যসেবায় যে অবদান রেখেছে তা দেশবাসী চিরদিন মনে রাখবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হাসপাতালের উপ পরিচালক ডা. মো. আবদুল গাফ্ফার, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, সেবা তত্ত্বাবধায়ক মোসাম্মৎ রিনা বেগম, উপ সেবা তত্ত্বাবধায়ক চম্পা ইয়াসমিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলেমান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..