সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২২
ছাতক সংবাদদাতা: ছাতকে আ.লীগ নেতার দায়ের করা ডিজিটাল মামলায় উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শ্রীঘরে।
জানা গেছে- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশ করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর দায়ে উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এমদাদুর রহমান চৌধুরী ছামীকে (২৯) গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (২৭ জুলাই) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
ছাতক পৌর আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য ইশতিয়াক রহমান তানভীর বাদী হয়ে তার বিরুদ্ধে ছাতক থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। যাহার মামলা নং-(১৭/ ১১৮)। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত এমদাদুর রহমান ছামী উপজেলার গোবিন্দগঞ্জের সৈদেরগাওঁ ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের আশরাফুর রহমান চৌধুরীর পুত্র ও উপজেলা ছাত্রদলের সাবেক সহ- সভাপতি বলে জানা গেছে।
এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান- ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ছামী নামের এক আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd