অসহায় পরিবারের মধ্যে বন্যা পরবর্তী সময়ে জকিগঞ্জ থানা পুলিশের খাদ্যসহায়তা

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২২

অসহায় পরিবারের মধ্যে বন্যা পরবর্তী সময়ে জকিগঞ্জ থানা পুলিশের খাদ্যসহায়তা

জসিম উদ্দিন :: বন্যার পানি নেমে গেছে অনেক আগে। কিন্তু বন্যার ক্ষত শুকায়নি এখনও। বন্যা আক্রান্ত অসহায় লোকজন একদিকে সংগ্রাম করছেন ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে, আবার অন্যদিকে লড়তে হচ্ছে দু’মুঠো ভাতের সংস্থানে। বন্যা পরবর্তী সময়ে এলাকায় কাজকাম কমে যাওয়ায় দিনমজুর, শ্রমজীবী ও অসহায় লোকজন পরিবার-পরিজন নিয়ে পড়েছেন মারাত্মক বিপাকে। এই সংকটময় মুহূর্তে সিলেটের জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ২৬০ টি পরিবারের পাশে ত্রাণ হিসেবে খাদ্যসহায়তা নিয়ে দাঁড়িয়েছে সিলেট জেলা পুলিশ ও দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ‘বসুন্ধরা গ্রুপ’।

বৃহস্পতিবার (৪ আগষ্ট) দুপুরে উপজেলার ৫নং জকিগঞ্জ সদর ইউনিয়নের অসহায় লোকজনের মধ্যে খাদ্যসহায়তা দিয়েছেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন। এসময় তিনি বলেন, সিলেট জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন স্যারে নির্দেশে বন্যার শুরু থেকেই থানা এলাকার ক্ষতিগ্রস্ত অসহায়দের তালিকা করে তাদের কাছে খাদ্যসহায়তা পৌঁছে দিয়েছি। বর্তমানে বন্যা পরবর্তী কঠিন এই সময়ে বসুন্ধরা গ্রুপের ত্রাণ পেয়ে অসহায় লোকজনের মুখে হাসি ফুটছে।

খাদ্যসহায়তা প্রদান কালে সংশ্লিষ্ট বিট অফিসার এসআই মোহন রায়সহ ৫নং জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2022
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..