সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২২
ক্রাইম সিলেট ডেস্ক: সিলেট নগরীতে এক ব্যক্তির ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা পুলিশ জব্দ করেছে। তবে টাকা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
গত ৮ আগস্ট (সোমবার) দুপুরে নগরীর এয়ারপোর্ট থানাধীন ফাজিলচিশত এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
সিলেটে মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের বিজ্ঞপ্তিতে জানান, সিলেট আখালিয়া এলাকার বাসিন্দা আব্দুন নুর (৫২) সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ফাজিলচিশত এলাকা দিয়ে যাওয়অর সময় ৩ জন ছিনতাইকারী তার পথরোধ করে ধারালো ছুরি দিয়ে ভয় দেখিয়ে আব্দুন নুরের সঙ্গে থাকা ৫ লাখ টাকা ছিনতাই করে নিয়া যায়। পরদিন (৯ আগস্ট) এ বিষয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন আব্দুন নুর।
পরে এয়ারপোর্ট থানাপুলিশ সিলেটের জালালাবাদ থানাধীন সোনাতলা এলাকা থেকে মঙ্গলবার দুজনকে গ্রেফতার করে।
গ্রেফতার দুজন হচ্ছেন- ওই এলাকার মৃত তেরা মিয়ার ছেলে মো. রাশেদ (৩৬) ও জালালবাদ থানার ধন্ডারচর গ্রামরে মৃত চাঁন মিয়ার ছেলে মো. নেছার (৩৫)।
এসময় তাদের কাছ থেকে আসামি রাশেদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও ধারালো চাকু উদ্ধার করে পুলিশ।
তবে ছিনতাইকৃত টাকা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতদের আজ বুধবার (১০ আগস্ট) আদালতে প্রেরণ করে ৩ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড আবেদনের শুনানি বৃহস্পতিবার (১১ আগস্ট) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার অফিসার ইনর্চাজ খান মুহাম্মদ মাইনুল জাকির।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd