সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের সদস্যদের শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন-বিএনএ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ।
এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় বিএনএ’র উদ্যোগে জাতির পিতার স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন- বিএনএ’র কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সভাপতি মো. কামাল হোসেন পাটওয়ারী, উপদেষ্টা মণ্ডলীর সেক্রেটারি মো. ইকবাল হোসেন সবুজ ও উপদেষ্টা মো. মিজানুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি খান মো. গোলাম মোর্শেদ, মহাসচিব ইসরাইল আলী সাদেক, সহসভাপতি মো. নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম মনির ও মাজহারুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল মিয়া, মো. খাদেমুল ইসলাম, ফারুক আলম (রংপুর বিভাগ), তৃষ্ণা তেরেজা ডি কস্তা (সিলেট মহানগর) ও মো. রাকিবুল হাসান (রংপুর মহানগর), দপ্তর সম্পাদক মোহাম্মদ কাউছার হাসান খান সম্রাট, আইন বিষয়ক সম্পাদক মো. আবদুল লতিফ, অর্থ সম্পাদক আনন্দ কুমার দাস, ছাত্র-ছাত্রী বিষয়ক পরামর্শদাতা ইমরানুল হক হিমেল , সদস্য সচিব মো. মাইনুল হাসান ও কার্যকরী সদস্য সন্জীব মল্লিক।
এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতাল, নিউরো সাইন্স হাসপাতালের বিপুল সংখ্যক নার্সিং কর্মকর্তা শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।
এদিকে, বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বিএনএ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহিদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন-বিএনএ। কর্মসূচির অংশ হিসেবে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল করে।
এছাড়া কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের সকল বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd