সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২২
ক্রাইম সিলেট ডেস্ক: দক্ষিণ সুরমার মোগলাবাজার মোহাম্মদপুর এ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা খাতুন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
জানা গেছে, হালিমা খাতুন গতকাল সোমবার বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন শেষে বাসায় ফেরার পথে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমার জলকরকান্দি কোনারচর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আজ মঙ্গলবার সকাল পৌনে এগারোটায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিঠন চন্দ দাসও আহত হন। মিঠন চন্দ দাস ওসমানী হাসপাতালে চিকিৎসা নিয়ে গতকালই ছাড়পত্র নিয়ে বাড়িতে আছেন।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি নাছির মাহমুদ জানান, নিহতের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার কুচাই নোয়াগ্রামে নেওয়া হবে।
নিহত শিক্ষিকা হালিমা খাতুন দুই সন্তানের জননী ছিলেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd