সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২২
দক্ষিণ সুরমা সংবাদদাতা: সিলেটের দক্ষিণ সুরমায় ভারতীয় শিলং তীর খেলার সামগ্রীসহ ৩ জুয়ারীকে গ্রেফতার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার (২২ আগস্ট) রাতে দক্ষিণ সুরমার সাধুর বাজার পুরাতন রেল কলোনীর ভিতরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো দক্ষিণ সুরমা বরইকান্দি এলাকার মৃত আব্দুল কুদ্দুছের ছেলে মো. মালেক (২৭), মৃত আলী আকবর এর ছেলে মো. আতিক মিয়া (৪৮), জকিগঞ্জ উপজেলার উত্তর বিপক এলাকার মৃত মঈন উদ্দিনের ছেলে বদরুল ইসলাম (৩৩)।
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সূত্রে জানা যায়, অভিযানকালে আসামীদের হেফাজাত থেকে তীর শিলং জুয়া খেলার বিভিন্ন সামগ্রীসহ উদ্ধার করে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা করা হচ্ছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd