সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২২
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে নাছির আহমদ (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার বিকেল ৪টায় গোলাপগঞ্জ এমসি একাডেমির সামন থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে পাঁচদিনের জেল সাজা প্রদান করা হয়। জানা যায়, বুধবার বিকেলে গোলাপগঞ্জ চৌমুহনী থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমির সামনে কোচিং সেন্টারে যাওয়ার পথে নাছির আহমদ এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করে। বিষয়টি গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবগত করলে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলামের নির্দেশে তাৎক্ষণিক এসআই ফয়জুল করিম এবং এসআই জাহাঙ্গীর আলম অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
পরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরীর মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করলে আসামী তার দোষ স্বীকার করে। এর পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত আসামীকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে পাঁচদিনের জেল সাজা প্রদান করেন। আসামী সাথে সাথে জরিমানা আদায় করলে তাকে মুক্ত করা হয়। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইভটিজিং এর ব্যাপারে পুলিশ খুবই সতর্ক।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd