জৈন্তার শ্রীপুরে পাথর উত্তোলন: নিরব প্রশাসন

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২২

জৈন্তার শ্রীপুরে পাথর উত্তোলন: নিরব প্রশাসন

ক্রাইম প্রতিবেদক: সিলেটের জৈন্তাপুর উপজেলার একমাত্র পাথর কোয়ারী হচ্ছে শ্রীপুর পাথর কোয়ারী। কোয়ারীতে পাথর না থাকায় সংশ্লিষ্ট মন্ত্রনালয় পাথর কোয়ারীটি ৫ বৎসর পূর্বে ত্রিমাত্রিক জরিপ করে পরিত্যাক্ত ঘোষনা করে। তারপর কোয়ারী হতে সম্পূর্ণ রুপে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। সম্প্রতি বন্ধ থাকা শ্রীপুর কোয়ারী হতে পাথর খেকু চক্রের সদস্যরা দিন-রাত পাথর উত্তোলন করে আসলেও স্থানীয় উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারীরা রয়েছেন নিরব ভূমিকায়। স্থানীয় সচেতন মহল ও বাসিন্ধারা বলেন বন্ধ কোয়ারী জিরো লাইন হতে পাথর উত্তোলন হচ্ছে প্রতিনিয়িত কিন্তু কিভাবে পাথর উত্তোলন হয় আমাদের জানা নেই।

সরজমিনে শ্রীপুর পাথর কোয়ারী এলাকা ঘুরে দেখা যায়, কয়েক বৎসর পাথর উত্তোলন বন্ধ থাকায় শ্রীপুর পাথর কোয়ারীটি প্রাকৃতিকভাবে সেজে উঠেছে ভিন্ন রুপে। জিরো লাইন এলাকায় ভারতীয় অংশে পাহাড় ধসে পানির স্রুতে ভেসে এসেছে বেশ কিছু পাথর। যাহা কোয়ারীটির জিরো লাইন এলাকাকে সাজিয়ে তুলেছে অপরুপ সৌন্দয্যে। ফিরেয়ে এনেছে সেই আশির দশকের পুরাতন চেহারা।

পাহাড়ী ঢলে ভেঁসে আসার জিরো লাইনের এসব পাথরের উপর লেলুপ দৃষ্টি পড়ে পাথর খেকু চক্রের সক্রিয় সদস্যদের। তারা কতিপয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নামে চাঁদা উত্তোলনের মাধ্যমে ১২৮০নং আর্ন্তজাতিক মেইন পিলার ও ১২৮০ (১এস), ১২৮০ (২এস) সাব পিলার অতিক্রমের মাধ্যমে সীমান্তের অভ্যান্তরে প্রবেশ করে দিন দুপুরে দৃষ্টি নন্দন পাথর গুলো উত্তোলন করে নিয়ে আসছে পাথর খেকু চক্রের সদস্যরা।

স্থানীয় বাসিন্ধারা জানান, গত বৎসর হতে পাথর খেকু চক্রের সদস্যরা বিভিন্নভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নামে মোটা অংকের উৎকোচের মাধ্যমে পাথর কোয়ারীর জিরো লাইন হতে পাথর সংগ্রহ করে। তারই ধারাবাহিকতায় এই চক্রের বেশ কিছু সক্রিয় সদস্যরা বানের পানি নামার পর হতে নানা অপকৌশলে কোয়ারীর জিরো লাইন হতে পাথর উত্তোলন করছে। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করা হলেও মাঝে মধ্যে ১০-১২দিন বন্ধ রেখে পুনরায় পাথর উত্তোলন শুরু হয়। স্থানীয়রা আরও জানান, জিরো লাইন এলাকাহতে পাথর উত্তোলনকালে বিভিন্ন সময় ভারতীয় খাসিয়ারা শ্রমিকদের গালি গালাজসহ তাড়িয়ে দিতে দেখা যায়। তাদের বাগান রক্ষায় তারা শ্রমিকদের উপর ক্ষিপ্ত হয়। যে কোন সময় খাসিয়ারা গুলি করতে পারে বলে স্থানীয়দের আশংঙ্কা রয়েছে।

পাথর খেকু চক্রের সদস্যরা বড় বড় পাথর ভেঙ্গে কয়েক টুকরা করে এসব পাথর খন্ডগুলো শ্রীপুর চা-বাগান, খড়মপুর, সেলিম চৌধুরীর বাগান, মন্ত্রী মহোদয়ের বাগানের আশ-পাশ এলাকায় ঝোঁপ জঙ্গলে পাথর নিয়ে এসে মজুত করে রাখে। পরবর্তীতে সময় সুযোগ বুঝে তারা উত্তোলিত পাথরগুলো ক্রাশিং মিলে প্রেরণ করে। এভাবেই জিরো লাইন হতে পাথর উত্তোলন করছে চক্রটি।

পাথর উত্তোলনের বিষয়ে জানতে চাইলে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনর্চাজ গোলাম দস্তগীর আহমদ বলেন, শ্রীপুর পাথর কোয়ারী হতে পাথর উত্তোলনের বিষয় আমার জানা নেই। তবে বিষয়টি তদন্ত পূর্বক খতিয়ে দেখে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী বলেন, বিষয়টি শুনেছি, দ্রুত সময়ের মধ্যে শ্রীপুর পাথর কোয়ারী পরিদর্শন করে এ কাজে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ক্রাইম সিলেট/রায়হান

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2022
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..