সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২২
নিজস্ব ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানের বাসিন্দা কাজল হাঁড়ি। একটি খুড়ে ঘরে একমাত্র মেয়ে সপ্তমি কে নিয়ে দিন কাটছে চা শ্রমিক কন্যা কাজলি হাঁড়ির। মাটির তৈরি ঘর। ঘরে এক পাশে নেই বেড়া।ভাঙ্গা ঘরের এক পাশে রান্না করেন আরেক পাশে রান্না করেন। স্বামী লেচু হাঁড়ি ১০/১২ বছর আগে মারা যায়। তারপর থেকে একমাত্র মেয়ে কে নিয়ে কোন রকমে দিন পাড় করছে কাজলি হাঁড়ি। লাকড়ি কুড়িয়ে বিক্রি করে যে কয়টা টাকা পায় তা দিয়ে কোন রকমে দিন পাড় করে কাজলি । ঘরের মাটির দেয়াল ভেঙ্গে ভেঙ্গে পড়লেও টিক করতে পারছে না কাজলি হাঁড়ি।ভাঙ্গা ঘরে মেয়ে কে নিয়ে রাত্রি যাপন করে তিনি।
কাজল হাঁড়ি এ প্রতিনিধি কে জানান, তিনি অনেক কষ্টে চলতেছেন। তার তো কেউ নাই। স্বামী নাই , দেবর নাই। ভাঙ্গা ঘরে মেয়ে টাকে নিয়ে অনেক কষ্টে আছে। সাহায্য করার ও কেউ নাই। বাগান থেকেও ঘর দেয়নি। নোয়াপাড়া চা বাগানের বিচিত্র রেলি জানান, শ্রমিকদের দাবি আদায় নিয়ে এখন সব বাগানে আন্দোলন চলছে।
এই আন্দোলন শেষ হলে কাজল হাঁড়ির বিষয় টি নিয়ে বাগান কতৃপক্ষ ও পঞ্চায়েতের সঙ্গে কথা বলবেন। বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি কমেড নায়েক জানান, কাজল হাঁড়ি কে সহযোগীতা করার জন্য বাগান কতৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।
মাধবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশ্রাফ আলী তাপস জানান, উনার বিষয়টি শুনে খুবই মর্মাহত হলাম। উনাকে ভাতার আওতায় আনতে শিঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd