সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২২
ক্রাইম সিলেট ডেস্ক : দক্ষিণ সুরমার ময়ূরকুঞ্জ সেন্টারে সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আ.স.ম মিসবাহ’র সমর্থকদের মাঝে তুমুল উত্তেজনা এবং চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ ঘটনা ঘটে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ দ্রুত পরিস্থিতি শান্ত করে।
প্রত্যক্ষদর্শীরা জানা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়ূরকুঞ্জ সেন্টারে আয়োজিত আলোচনা সভায় এমপি হাবিবুর রহমান হাবিব এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আ.স.ম মিসবাহ’র সমর্থকদের মাঝে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তা চেয়ার ছোড়াছুড়িতে গড়ায়। এসময় উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি শান্ত করেন।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান তালুকদার বলেন- ওখানে মারামারির ঘটনা ঘটেনি। একটু উত্তেজনা ছড়িয়ে পড়েছিলো। দ্রুত পুলিশ পরিস্থিতি শান্ত করে নেয়। এখন যথারীতি অনুষ্ঠানের কার্যক্রম চলছে। সকল ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd