সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২২
নিজস্ব প্রতিবেদক: এক দিনের ঝটিকা সফরে সিলেট এসে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন।শুক্রবার(২৬ আগস্ট) দুপুরে তিনি সিলেট এসে পৌছান।
এসময় মন্ত্রীকে সিলেট এয়ারপোর্টে স্বাগত জানান সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
মন্ত্রীর সফর সূচি অনুযায়ী আজ বিকাল চার ঘটিকায় সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম জানান, শোকাবহ আগস্টে মাসব্যাপী সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ যেসব কর্মসূচি ঘোষণা করেছিলো তারই অংশ হিসেবে আগামী শুক্রবার (২৬ আগস্ট) বিকাল ৪টায় সিলেটের রিকাবীবাজারস্থ নজরুল অডিটোরিয়ামে শোক সভা অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের সফল পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট- ১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন।
তিনি শোক সভা সফল করতে ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার আহবান জানান।
এছাড়াও সন্ধ্যা ৭টায় সিলেট জেলা প্রশাসনের আয়োজনে সিলেট সার্কিট হাউসের হলরুমে বন্যাপরবর্তী উন্নয়ন কর্মকান্ড ত্বরান্বিত করার লক্ষ্যে জেলা কর্মকর্তাদের সাখে মতবিনিময় করবেন।
মতবিনিময় শেষে আজ রাত ১০টায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd