ওসমানীনগরে দুটি বিদেশী রিভলবারও গুলিসহ গ্রেফতার ২

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২২

ওসমানীনগরে দুটি বিদেশী রিভলবারও গুলিসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: সিলেটের ওসমানীনগরে বিদেশি অস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নীজ করনসী গ্রাম থেকে অভিযান চালিয়ে বিদেশী অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশী রিভলবারও গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হল, উপজেলার তাজপুর ইউনিয়নের নাগের কোনা গ্রামের শাসুল হকের পুত্র শাহ আলম (৩০), সে দীর্ঘ দিন থেকে গোয়ালাবাজার ইউনিয়নের জহিরপুর গ্রামে বসবাস করে আসছে এবং জহিরপুর গ্রামের মৃত ইছাক আলীর পুত্র সৈয়দ ওয়াকিল আলী (৩৪)।

 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্ততে অস্ত্র ও মাদক উদ্ধারে উপজেলার নীজ করসী গ্রামে অভিযান পরিচলনা করে রেপিড একশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-৯। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে শাহ আলম ও ওয়াকিল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি আঁচ করতে পেরে র‌্যাব তাদের আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি করে দুই জনের কাছ থেকে গুলি ভর্তি দুটি বিদেশী রিভলবার উদ্ধার করা হয়। পরে র‌্যাব -৯ এর ডিএডি সোলাইমান আলী বাদি হয়ে ওসমানীনগর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন এবং গ্রেফতারকৃতদের ওসমানীনগর থানায় প্রেরণ করেন।

সোমবার বিকালে ওসমানীনগর থানা পুলিশ গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এস আই স্বাধীন চন্দ্র তালুকদার।
ক্রাইম সিলেট/রায়হান

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2022
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..