সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২২
জসিম উদ্দিন :: জকিগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার শাহগলি বাজার এলাকায় অভিয়ান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো কানাইঘাট উপজেলার নিজ বাউরভাগ দক্ষিণ গ্রামের জলাল আহমদের ছেলে বাবুল আহমেদ (২৮) এবং নিজ বাউরভাগ পূর্ব গ্রামের আব্দুস শুকুরের ছেলে এবাদুর রহমান (২২)।
জানা যায়, জকিগঞ্জ থানাত অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেনের নির্দেশে থানার এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে শুক্রবার দিবাগত রাতে মাদক বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ আট হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd