সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২২
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তা কবীর আহমদের চিকিৎসা সহযোগিতায় এগিয়ে আসায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূইয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন-বিএনএ।
দূরারোগ্য রোগে আক্রান্ত কবীর আহমদের চিকিৎসায় মঙ্গলবার হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে দুই লাখ টাকা সহায়তা প্রদান করেছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূইয়া।
এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক মোছাম্মৎ রিনা আক্তার, রেডক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনুয়ারা আক্তার, ওসমানী হাসপাতালের ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী আক্তার, হাসপাতালের সকল নার্সিং সুপারভাইজার, সিলেট নার্সিং কলেজের সকল শিক্ষক, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সকল নার্সিং কর্মকর্তা, সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের সকল নার্সিং কর্মকর্তা, সিলেট নার্সিং কলেজের পোস্ট বেসিক বিএসসি প্রথম ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে কবীর আহমদের হাতে আরও ৮ লক্ষ টাকা তুলে দেয়া হয়।
মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূইয়া চিকিৎসা সহায়তার মোট ১০ লাখ টাকা কবীর আহমদের হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. মখলিছুর রহমান, উপ পরিচালক ডা. মো. আবদুল গফ্ফার, সহকারী পরিচালক (অর্থ) ডা. মাহবুবুল আলম, ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী আক্তার, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন-বিএনএ কেন্দ্রিয় কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টা মো. জসিম উদ্দিন, উপদেষ্টা গোলাম রাব্বানী, মহাসচিব ইসরাইল আলী সাদেক, সহ সভাপতি (সিলেট বিভাগ) শামীমা নাসরিন, সহ সভাপতি (সিলেট মহানগর) মোহাম্মদ সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) অরবিন্দ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক (সিলেট মহানগর) তৃষ্ণা তেরেজা ডি কস্তা, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) সোলেমান আহমদ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিএনএ’র উপদেষ্টা মো. মোস্তফা, সহ সভাপতি ভ্রান্তি বালা দেবী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ নিলুফা ইয়াসমীন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সমীর চন্দ্র দাস, কার্যনির্বাহী সদস্য সুমন চন্দ্র দেব, রেখা রানী, এনায়েত আল আমিন, জিয়া আহমেদ, নার্সিং কর্মকর্তা আসমা বেগম, রুহুল, মিজান, তারেক, সুমন চন্দ্র চন্দ, নাসরিন ও পিএ টু পরিচালক রুহুল আমিন।
কবীর আহমদ দূরারোগ্য CKD (stage-V) on HD with hypothyroidism with DM রোগে ভূগছেন। চিকিৎসকরা জানিয়েছেন, জরুরিভিত্তিতে তার কিডনি ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন।
কবীর আহমদের চিকিৎসা সহায়তার জন্য সিলেটের নার্সিং কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে গত ১৩ আগস্ট বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন-বিএনএ’র কেন্দ্রিয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব ইসরাইল আলী সাদেক তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাস দেখে সবাই আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসেন।
স্বল্প সময়ের মধ্যে এই আর্থিক সহযোগিতা করায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূইয়াসহ সহযোগিতাকারী সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন-বিএনএ’র কেন্দ্রিয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব ইসরাইল আলী সাদেক ও সহ সভাপতি (সিলেট বিভাগ) শামীমা নাসরিন।
এক বিবৃতিতে তাঁরা বলেন, সহকর্মীদের সহযোগিতায় সিলেটের নার্সিং কর্মকর্তারা যেভাবে এগিয়ে এসেছেন তা প্রশংসনীয়। এই বন্ধন আগামীতেও অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd