সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২২
নিজস্ব প্রতিবেদক: সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের তিলাপাড়ায় আধা কিলোমিটার সড়ক ধীরে ধীরে বুড়িগঙ্গার পেটে চলে যাচ্ছে। সড়কের অর্ধেক অংশ এখন বুড়িগঙ্গার পেটে। যেটুকু আছে ভাঙাচোরা ও খানাখন্দে ভরা। সড়কটি সংস্কার না হওয়ায় সীমাহীন দুর্ভোগ – ভোগান্তিতে পড়েছেন তিন গ্রামের হাজার হাজার মানুষ। সন্ধ্যা হলেই নেমে আসে অন্ধকার। অন্ধকারে প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি, মোটরসাইকেল, রিকশাসহ প্রায় সবধরনের যানবাহন সড়কটিতে মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে।
দীর্ঘদিন ধরে এমন বেহাল অবস্থায় পড়ে আছে সড়কটি দেখার যেন কেউ নেই! সড়কটিতে রয়েছে বেশ পুরনো উঁচু একটি ব্রিজ। ব্রিজের একপাশে ছড়া এবং অন্যপাশে গঙ্গা খাল থাকায় সড়ক দিনদিন ভেঙে নদীতে যাচ্ছে। আধা কিলোমিটারের মতো পাকা রাস্তার পিচ ওঠে খানাখন্দ আর বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। দিনে সাবধানে যানবাহন চলাচল করলেও সন্ধ্যার পর ঝুঁকি বাড়ে। কখন যেন বড় রকমের দুর্ঘটনা ঘটে যায় এমন ভয় কাজ করে জনমনে। প্রতিদিন ওই সড়ক দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসার অসংখ্য শিক্ষক – শিক্ষার্থীরা চলাচল করেন। সবচেয়ে বেশি অসুবিধায় পড়তে হয় ওই এলাকার অসুস্থ মানুষদের। তাই জরুরী ভিত্তিতে নদীতে গার্ড ওয়াল দিয়ে সড়কটি সংস্কারের জন্য মাননীয় এলজিআরডি মন্ত্রী মহোদয় ও সিলেট -২ (ওসমানীনগর – বিশ্বনাথ) আসনের মাননীয় সাংসদ সদস্য জনাব মোকাব্বির খাঁন এমপি মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd