সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২২
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের বাহুবলে পারিবারিক বিরোধের জেরধরে চাচাতো ভাইর হাতে শোয়েব চৌধুরী (২৫) নামে অপর চাচাতো ভাই খুন হয়েছেন।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত শোয়েব চৌধুরী উপজেলার শংকরপুর গ্রামের মৃত চমক চৌধুরীর পুত্র।
জানা যায়, নিহত শোয়েব চৌধুরীর সাথে দীর্ঘদিন যাবত জায়গা সম্পত্তিসহ নানা বিষয় নিয়ে পরিবারিক বিরোধ চলে আসছিল তার চাচাতো ভাই হাসান চৌধুরীর। এরই জেরধরে মঙ্গলবার বিকেলে তাদের মধ্য বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে হাসান চৌধুরী উত্তেজিত হয়ে শোয়েব চৌধুরীকে উপর্যপূরি ছুরিকাঘাত করে।
এতে গুরুতর আহত হন শোয়েব চৌধুরী। পরে তাকে উদ্ধার করে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান তিনি।
এ বিষয়ে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd