বেপরোয়া সাদা পাথর পরিবহন, ঢুকে গেল ফিলিং স্টেশনে: আহত ১২

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২২

বেপরোয়া সাদা পাথর পরিবহন, ঢুকে গেল ফিলিং স্টেশনে: আহত ১২

নিজস্ব প্রতিবেদক: সিলেটে সাদাপাথর পরিবহণের একটি বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে বাসের চালকও রয়েছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখালে শাহপরান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ভোলাগঞ্জ যাওয়ার পথে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২০-৩৮৫৫) তেল লোড করতে তেলিখাল শাহ পরাণ ফিলিং স্টেশনে প্রবেশ করছিল।

এমন সময় পেছনে থাকা দ্রুতগামী সাদা পাথর পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে পাম্পের সামনে লোহার খুঁটিতে গিয়ে আঘাত করে। এতে চালকসহ অন্তত ১২ যাত্রী আহত হন।

তাৎক্ষণিক আহতদের অনেককে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত এক জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্রাক চালক অর্জুন সরকার বলেন, সাংকেতিক (ইন্ডিকেটর) লাইট জ্বালিয়ে তেল নেওয়ার জন্যে পাম্পে প্রবেশ করছিলেম। হঠাৎ করেই ডান দিক থেকে বেপরোয়া গতিতে সাদা পাথর পরিবহনের একটি বাস পাম্পের সামনে খুঁটিতে আঘাত করে। সাংকেতিক লাইট জ্বালালেও বাস চালক তা মানেননি।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ সুকান্ত চক্রবর্তী বলেন, দুর্ঘটনায় আহতরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তবে এক নারী যাত্রীর হাত ভেঙে গেছে, মুখেও আঘাত লেগেছে। যে কারণে তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2022
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

সর্বশেষ খবর

………………………..