সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২২
ক্রাইম সিলেট ডেস্ক : বাংলাদেশী কফিলের (গ্রান্টারের) সাথে প্রতারণা ও মোটা অঙ্কের টাকা আত্মসাত করে দেশে পালিয়ে আসার অভিযোগ পাওয়া গেছে প্রবাস ফেরত এক যুবকের বিরুদ্ধে। এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক বরাবরে অভিযোগ প্রেরন করা হয়েছে। অভিযুক্ত রায়হহান আহম্মেদ (২৬) সিলেট নগরের সুরমা গেইট দলইপাড়ার শুকুর মিয়ার পুত্র ও বর্তমানে নগরের রায়নগর দর্জিপাড়াস্থ সৌরভ ৩১ এর বাসিন্দা।
বাংলাদেশ হাইকমিশন আরব আমিরাতের মাধ্যমে প্রেরিত অভিযোগ সূত্রে জানা গেছে, এসএমপি’র শাহপরাণ থানাধীন নগর সোনরাপড়াস্থ নবারুণ ২১/১ এর বাসিন্দা মোঃ রাহিল আহমদ জুয়েল আরব আরিাতের একজন ফার্নিচার ব্যবসায়ী। তিনি নিজে কফিল (গ্রান্টার) হয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ভিসা দিয়ে রায়হান আহম্মেদকে আমিরাতের শারজায় নিয়ে যান। ভিসা দিয়ে নেওয়া বাবদ রাহিলের ব্যয় হয়েছে বাংলাদেশী দেড়লাখ টাকা। এই ভিসায় গিয়ে রায়হান রাহিলের বাসায় থাকতো এবং রাহিলের কাছ থেকে প্রতিমাসে বাংলাদেশী ৪২ হাজার টাকা বেতন নিতো রায়হান। হঠাৎ করে রায়হান রাহিলসহ বাসার কাইকে কিছু না বলেই গত ১৩ আগস্ট চুপকে পালিয়ে যান। এ সময় রায়হান তার কফিল রাহিলের বাসা থেকে নগদ ১৫ হাজার দিরহাম অর্থাৎ বাংলাদেশী সাড়ে চার লাখ টাকা চুরি করে নিয়ে যান। অনেক খোজাখুজির পর রাহিল জানতে পারেন যে, রায়হান পালিয়ে বাংলাদেশে চলে এসেছে।
ভিসা দিয়ে আমিরাতে নেওয়া এবং নগদ টাকা চুরিসহ রাহিলের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি করে রায়হান দেশে পালিয়ে এসেছে। দেশে ফিরে সে কফিল রাহিলের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগে প্রকাশ। এ ঘটনার বিচার চেয়ে প্রবাসী রাহিল গত ৬ সেপ্টেম্বর দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে সিলেটের জেলা প্রশাসক বরাবরে অভিযোগ প্রেরণ করেছেন। অভিযোগে তিনি পলাতক রায়হানের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। জেলা প্রশাসক কার্যালয়ের সংশ্লিষ্ট শাখা দুবাই কনস্যুলেটের মাধ্যমে রাহিলের অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছে।
এ ব্যাপারে জানতে রায়হানের সাথে যোগগের চেষ্টা করে মোবাইল ফোনে তাকে পাওয়া যায়নি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd