সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২২
নিজস্ব প্রতিবেদক: সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, সিলেট মোবাইল জার্নালিস্ট এসোসিয়েশন এর মাধ্যমে আমরা তাৎক্ষনিক সকল সংবাদ পেয়ে থাকি। ডিজিটাল যুগে সবচেয়ে কার্যকর হলো সিলেট মোবাইল জার্নালিস্ট। তারা দিনরাত পরিশ্রম করে সত্য সংবাদ সরাসরি মোবাইলের মাধ্যমে প্রকাশ করেন। আজকে আপনাদের প্রীতি ফুটবল ম্যাচের যে আয়োজন করেছ এটি ভালো উদ্যোগ। সিলেট মোবাইল জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি আবু বকর এর দল বিজয়ী হওয়ায় আমি তাদেরকে অভিনন্দন জানাই। এবং যারা রার্নাসআপ হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই।
তিনি শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টায় চন্ডিপুলের একটি মিনি ইনডোর ষ্টেডিয়ামে সিলেট মোবাইল জার্নালিস্ট এসোসিয়েশন ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মোবাইল জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি আবু বকর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান এর রিপনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. শামীম আহমদ, দক্ষিন সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিন, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতিকুর রহমান, জেলা তাতীলীগের সহ-সভাপতি শাহীন আহমদ, সিলেট মহানগর যুবলীগ নেতা বদরুল আলম তুহিন, ছাত্রলীগ নেতা জাবেদ আহমদ।
সিলেট মোবাইল জার্নালিস্ট এসোসিয়েশন ফুটবল প্রীতি ম্যাচে প্রতিপক্ষ সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রিপন এর দলকে দুই গোল দিয়ে চ্যাম্পিয়নশীপ অর্জন করে সংগঠনের সভাপতি আবু বকরের দল।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মোবাইল জার্নালিস্ট এসোসিয়েশন সিনিয়র সহ-সভাপতি দেওয়ান আরাফাত জাকির, সহ-সভাপতি বাবর জোয়ারদার, হাছিবুব রহমান হাছিব, সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, কোষাধ্যক্ষ রিয়াজ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জাকির আহমদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক সবুজ আহমদ, নির্বাহী সদস্য মকসুদ আহমদ, হারুন আহমদ, সদস্য সুয়েব আহমদ, সায়েদ তালকদার, মাহফুজ আহমদ, নুমান আহমদ, রাহেল আহমদ, শিহাব আহমদ, রুম্মান আহমদ, লায়েক আহমদ, হ্নদয় চন্দ্র দাস, রুহুল আমিন প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd