সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২২
নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জে কুশিয়ারা নদীর উপর রানীগঞ্জ সেতুতে টিকটক করতে গিয়ে মুখোমুখি দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদেরকে আশংকাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, সুনামগঞ্জের- জগন্নাথপুর- আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জে সিলেট বিভাগের দীর্ঘতম সেতু রানীগঞ্জ সেতুর কাজ শেষ হলে গত কয়েক দিন ধরে উৎসুক জনতা প্রতিদিন সেতু দেখতে ভিড় করছেন। তরুণরা টিকটিক করতে সেতুতে যাচ্ছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে মোটরসাইকেলে করে টিকটিক করার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন গুরুতর আহত হন।
আহতরা হলেন কলকলিয়া ইউনিয়নের সাহাঙ্গীগাঁও গ্রামের আতিকুর রহমানের ছেলে জোসেফ আহমদ (৩০) ও পৌর সদরের জগন্নাথপুর গ্রামের মানিক মিয়ার ছেলে রুপন মিয়া (২৩)।
পরে উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
রানীগঞ্জের বাসিন্দা প্রত্যক্ষদর্শী এক যুবক জানান, মোটরসাইকেল চালিয়ে দুই যুবক টিকটক ভিডিও করছিল বিপরীত দিক দিয়ে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন গুরুতর আহত হন। মোটরসাইকেল দুটি দুমড়ে মুচড়ে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই যুবকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd