সিলেট ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২২
নিজস্ব প্রতিবেদক: সারাদেশের মতো সিলেট বিভাগের ৪ জেলায় আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক সংগঠন অংশ নেয় নি। এ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় খালি মাঠে গোল দিয়েছেন সিলেটের অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ও মৌলভীবাজারের মিছবাহুর রহমান। তাঁরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হচ্ছেন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩ টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল। এ সময়ের মধ্যে এ দুই জেলার একক প্রার্থী থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন তারা।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া দুই প্রার্থীরা হলেন- সিলেটের অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ও মৌলভীবাজারের মিছবাহুর রহমান। নাসির উদ্দিন খান সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আর মিছবাহুর মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক।
জেলা পরিষদ নির্বাচনে নাসির নতুন হলেও মিছবাহুর বর্তমান জেলা পরিষদ প্রশাসক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান।
নির্বাচনের তফসিল অনুযায়ী- আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপিল ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd