সিলেট ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২
নিজস্ব প্রতিবেদক: নবীগঞ্জ উপজেলার ৭ নম্বর করগাঁও ইউনিয়নের ইউপি সদস্য মো. সাইদুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার এক ওমান প্রবাসীর স্ত্রী তার বিরুদ্ধে এই মামলা করেছেন।
নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মো. ডালিম আহমেদ বলেন, ‘ধর্ষণের অভিযোগে প্রবাসীর স্ত্রী মামলা করেছেন। আসামিকে ধরতে অভিযান চলছে।’
থানার অভিযোগ সূত্রে জানা গেছে, ইউপি সদস্য সাইদুর রহমান প্রায়ই নানা অযুহাতে প্রবাসীর স্ত্রীর বাড়িতে গিয়ে তার ঘরে প্রবেশ করতেন। এরপর তাকে কুপ্রস্তাব এবং বিভিন্ন প্রলোভন দেখাতেন। বিরক্ত হয়ে প্রবাসীর স্ত্রী সাইদুর রহমানকে তার বাড়িতে না আসতে বলেন। এতে সাইদুর তার অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য সুযোগ খোঁজতে থাকে।
গত ১৩ সেপ্টেম্বর দিবাগত রাত অনুমান ২ ঘটিকার সময় তার (প্রবাসীর স্ত্রী) ঘরে ঢুকে ধারালো ছোরা গলায় ধরে জোর পূর্বক ধর্ষণ করে। এমন সময় তার (প্রবাসীর স্ত্রী) ছোট মেয়ে ঘুম থেকে উঠে মাকে ধরে কান্নাকাটি করতে থাকে। তখন প্রবাসীর স্ত্রীর চিৎকার দিলে ধর্ষক ইউপি সদস্য সাইদুর রহমান দৌড়ে পালিয়ে যায়।অসুস্থ হলে পরদিন সকালে প্রবাসীর স্ত্রী হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd