সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২২
নিজস্ব প্রতিবেদক: নারী এশিয়া কাপ শুরু হচ্ছে ১ অক্টোবর। এবারের আসর বসছে সিলেটে। টুর্নামেন্টের জন্য প্রস্তুতি শেষ করে এনেছে বিসিবি ও এসিসি। ভারত ছাড়া বাকি দলগুলো পৌঁছে গেছে চায়ের নগরীতে। শুক্রবার আসছে ভারত।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠ ও আউটার স্টেডিয়াম বা গ্রাউন্ড-টুয়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ম্যাচ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এশিয়ার ক্রিকেটে নারীদের সবচেয়ে বড় এ ইভেন্টের খেলা বিনা টিকিটে মাঠে বসে দেখতে পারবেন দর্শকেরা। পাশাপাশি ম্যাচগুলো দেখা যাবে স্টার স্পোর্টসসহ দেশি কয়েকটি চ্যানেলে।
বাংলাদেশ দল উঠেছে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে। বেশিরভাগ দলের ওঠার কথা নগরীর রোজ ভিউ হোটেলে।
এশিয়া কাপকে সামনে রেখে বুধবার সিলেটে পৌঁছায় বাংলাদেশ নারী দল। মালেশিয়া ও সংযুক্ত আরব আমিরাত সেখানে যায় বৃহস্পতিবার দুপুর ১২ টার পর। এছাড়া ইতোমধ্যেই সিলেটে পৌঁছে গেছে থাইল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কার নারী দলও।
ইনজুরি কাটিয়ে বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দিয়েছেন জাহানারা আলম। আঙ্গুলের ইনজুরির কারণে বিশ্বকাপের বাছাইপর্বে খেলা হয়নি অভিজ্ঞ এই পেইসারের।
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে থাকছে থাইল্যান্ড।
এরপর ৩, ৬, ৮, ১০ ও ১১ অক্টোবর স্বাগতিক দল লড়বে যথাক্রমে পাকিস্তান, মালয়েশিয়া, ভারত, শ্রীলঙ্কা ও আরব আমিরাতের বিপক্ষে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd