সিলেট ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২২
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: আসন্ন সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ।
মঙ্গলবার (৪ অক্টোবর) গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ ৪ ইউনিয়নে নিজ দলের প্রার্থী চূড়ান্ত করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চূড়ান্ত হওয়া এ ৪ ইউনিয়নে নৌকার মাঝিরা হলেন- নজরুল ইসলাম নজু, রফিকুল ইসলাম, ফারুক আহমদ ও সুভাষ চন্দ্র পাল।
কিন্তু নজরুল ইসলাম নজুর ভোটার আইডি কার্ডের স্থায়ী ঠিকানা সদর ইউনিয়নে হওয়াতে এই ইউনিয়নে নৌকার প্রার্থী পরিবর্তন করে বর্তমান চেয়ারম্যান আব্দুস সালামকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সদস্য সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম ২নং পশ্চিম জাফলং ইউপিতে নৌকা নিয়ে নির্বাচনে অংশ নেবেন আর ৩নং পূর্ব জাফলংয়ে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম।
১১ নং মধ্য জাফলংয়ে নৌকা নিয়ে নির্বাচনে লড়বেন গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ আর ১২ নং গোয়াইনঘাট সদর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাষ চন্দ্র পাল ছানা।
তফসিল অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (৬ অক্টোবর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। মনোনয়ন যাচাই-বাছাই ১০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর আর ২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd