বিশ্বনাথ প্রতিনিধি : আগামী ২রা নভেম্বর অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী পৌর আঞ্জুমানে আল-ইসলাহ’র সভাপতি তালুকদার ফয়জুল ইসলামের নির্বাচনী প্রতীক ‘চামচ’ মার্কার শেষ নির্বাচনী প্রচার মিছিল সোমবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। এসময় ‘চামচ-চামচ’ স্লোগানে তালুকদার ফয়জল ইসলামকে সাথে নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন চামচ মার্কার সমর্থকেরা।
এরপূর্বে পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে সভাস্থলে খন্ড খন্ড মিছিল এসে চামচ প্রতীকের নির্বাচনী কার্যালয়ে জড়ো হন। এসময় মেয়র প্রার্থী তালুকদার ফয়জুল ইসলাম বলেন, ২রা নভেম্বরের নির্বাচনে আপনার আমার চামচ প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি আপনাদেরকে একটি মডেল পৌরসভা উপহার দেব।
সমবন্টনের মাধ্যমে এলাকার উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালিত করব।
প্রচার মিছিলে পৌরসভার ৯ ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Sharing is caring!