সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২২
নবীগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের নবীগঞ্জে তহুরা বেগম (৫৫) এক নারীরর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ নভেম্বর) সকালে নবীগঞ্জ পৌর এলাকায় চরগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে। তহুরা বেগম ওই গ্রামের ঝারু মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, তহুরা বেগমের স্বামী ফজরের নামাজ পড়ে ঘরে এসে দেখেন তার স্ত্রীর গলাকাটা মরদেহ বিছানায় পরে আছে। এ সময় তিনি চিৎকার করলে পরিবারের লোকজন ও প্রতিবেশিরা ঘটনাস্থলে ছুটে যান। পরে নবীগঞ্জ থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবুল খয়ের চৌধুরী ও নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ।
ডালিম আহমেদ জানান, পুলিশ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় নারীর স্বামী ঝারু মিয়া, ছেলে মঞ্জিল মিয়া (২৭) ও রমযান মিয়াকে (২২) জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd