সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২২
নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম চপল হত্যা মামলার প্রধান আসামী যুবায়ের আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন যে, গোপন সংবাদের ভিক্তিতে ১৫/১১/২০২২ ইং তারিখে বিশম্বরপুর থানাধীন পলাশ বাজার থেকে ভোরে যুবায়ের আহমেদ কে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতার কৃত আসামী যুবায়ের কে আদালতে হাজির করে ৭ ( সাত) দিনের রিমান্ড আবেদন করলে মহামান্য আদালত ৩ (তিন) দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে সুনামগঞ্জ সদর থানার জিজ্ঞাসা বাদে ঘটনার সাথে জড়িতদের নাম এবং কি কারণে তাকে হত্যা করা হয়েছে জানতে চাইলে বলে যে,আমরা সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমানের গ্রুপ করি। ক্ষমতার আধিপত্য নিয়ে চপলের সাথে বেশ কয়েকবার আমাদের বাকবিতণ্ডা হয়। তারপর থেকেই তন্ময়, তার বাবা দীপু আংকেল, বিপুল,লিটন সহ একটি পরিকল্পনা করি তাকে এবং তাদের গ্রুপকে কিভাবে ধ্বংস করা যায়। এরইমধ্যে আমরা জানতে পারি ১৪/১১/২০২২ ইং তারিখে তারা একটি সভা করবে এবং পরবর্তীতে মিছিল নিয়ে বের হবে। তাই আমরা এই সুযোগ কে কাজে লাগিয়ে পরিকল্পনা মোতাবেক মিছিলটি পুরাতন বাসস্ট্যান্ডে আসা মাত্র তাদের উপর আক্রমণ চালাই। পুলিশের উপস্থিত টের পেয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করি। বিকেলে শুনতে পাই চপল চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। সাথে সাথে আমি আত্মগোপন করি। তদন্তকারী কর্মকর্তা আরও বলেন যে আমরা এখন পর্যন্ত যুবায়ের আহমেদ, দীপু তালুকদার, বিপুল দাস, লিটন দাস, নির্মল দাস সহ ৫(পাঁচ) জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। অন্যান্য আসামীদেরকে গ্রেফতার করতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd