সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২২
জাকিয়া সুলতানা, সুনামগঞ্জ :: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারঙ্গ ইউনিয়নের ১নং ওয়ার্ড সোনাপুর গ্রামের বালুচর হাটির প্রায় দেড় শাতাধিক পরিবার নদী ভাঙ্গন আতঙ্কে যুদ্ধের সাথে দিন কাটাচ্ছে।
বিগত বন্যার আগে থেকেই এই গ্রামে নদী ভাঙ্গন শুরু হয়েছিল। বর্তমানে ভাঙ্গতে ভাঙ্গতে নদী ঢুকে পরেছে স্থায়ী বাড়ির ভিতরে। প্রথম ভাঙ্গার পর ভুক্তভোগীরা আবার স্হান বদলিয়ে নতুন করে বসত ঘর তৈরি করেন। এখন আবারো ভাঙ্গন শুরু হয়ে নতুন বসত ভিটা ধসে পড়তেছে। শত শত মানুষ গরু বাচুর সহ পরিবার নিয়ে আতঙ্কিত।এই গ্রামের কাছেই রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় একটি মসজিদ, ১টি কবর স্থান এবং দেড় শতাধিক বসত ঘর। প্রতিদিনই চিন্তায় থাকতে হয় ওই এলাকার সাধারণ মানুষের, কখন জানি ভেঙ্গে যায় তাদের শেষ সম্বল বসত ঘরটুকু।
ভাঙ্গন এলাকার বালুচর হাটির স্থায়ী বাসিন্দা শাহেদ মিয়া জানান,অনেকদিন ধরেই নদী ভেঙ্গে যাচ্ছে আমাদের ঘরবাড়ি।এখন প্রতিদিনই মাটি ধসে পড়তেছে নতুন নতুন ফাটল ধরে ভাঙ্গন শুরু হয়েছে। আমাদেরকে দেখার যেন কেউ নেই।আমরা নদী পাড়ের মানুষ। খেটে খাওয়া দিনমজুর। আমাদের জীবিকা নির্বাহের একমাত্র পথ কৃষি। তাই, সরকারের কাছে আবেদন করি, আমাদের স্হায়ী নিরাপত্তা দিয়ে বসবাসের উপযোগী করে দেওয়ার জন্য।
একই গ্রামের বাসিন্দা রফিক,স্বপন, আনোয়ারা বেগম জানান, আমরা অসহায় হয়ে গেছি, আমাদের গ্রামটা নদী ভাঙ্গনের কবলে পইরা এখন আমাদের বাঁচার উপায় নাই। বসত ঘর একবার ভাঙ্গে নিছে নদীর জলে। এখন আবারো ঘরের কাছেই চলে আসছে। বাচ্চা, গরু- বাচুর সহ যুদ্ধ করতেছি কেউ নাই দেখার মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া। শেখের বেটি শেখ হাসিনা আমাদের ছাবালদের নিয়ে বাঁচার ব্যবস্হা করে দিবেন আমরা আবেদন জানাই। এভাবেই আকুল স্বরে দীর্ঘশ্বাসে কথাগুলো বলেন পরিবার নিয়ে আতঙ্কিত এই গ্রামের অসহায় মানুষজন।
এ বিষয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সদর উপজেলার দায়িত্বরত প্রকৌশলী আশরাফুল সিদ্দিকী বলেন, আমরা নদী ভাঙ্গনের বিষয়ে অবগত রয়েছি। বর্তমানে কোন বরাদ্দ আসেনি তবে খুব শীগ্রই এই এলাকার নদী ভাঙ্গনের ব্যবস্হা নেওয়া হবে।
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেন, আমরা সোনাপুর গ্রামের মানুষের পাশে সবসময়ই রয়েছি। বিগত বন্যা সহ সকল দূর্যোগে তাদেরকে বিভিন্নরকম সহযোগিতা করে আসছি।এখন নদী ভাঙ্গনের কারনে তাদের ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হলে তাদের আবেদনের প্রেক্ষীতে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ভাঙ্গন প্রতিরোধের অবশ্যই ব্যবস্হা নিবো।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd