সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২২
নিজস্ব প্রতিবেদক: সিলেটে অস্ত্র মামলায় এক বিএনপি নেতাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
ওই বিএনপি নেতার নাম মো. সুহেদ আহমদ। তিনি বিয়ানীবাজার উপজেলার ৮নং তিলপাড়া ইউনিয়নের দেবারাই গ্রামের সফিক উদ্দিনের ত্যাজ্যপূত্র ও তিলপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
আজ সোমবার (২৮ নভেম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (তৃতীয়) আদালতের বিচারক মো. বজলুর রহমান ( মামলা নং ৪৩৬/২০১৮, কানাইঘাট জি আর মামলা নং ৭৮/২০১৭) এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যডভোকেট মো. মশিউর রহমান চৌধুরী। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করেন।
মামলার রায় বিশ্লেষণ করে ও পিপি অ্যাডভোকেট মশিউর রহমানের সাথে আলাপকালে জানা যায়, ২০১৭ সালের ২মার্চ গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল সুহেদের বাড়িতে অভিযান চালিয়ে তার শোয়ার ঘর থেকে দুটি ভারতীয় আগ্নেয়াস্ত্রসহ তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার এসআই মো. আবু বক্কর সিদ্দিকী বাদি হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন (নং ২/২/০৩/২০১৭.)। তদন্ত শেষে ওই বছরের ১২ জুন মামলার চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা বিয়ানীবাজার থানার এস আই রিমন।
এরপর দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত অবৈধভাবে অস্র সংগ্রহ ও সংরক্ষনের অপরাধে সুহেদকে যাবজ্জীবন কারদণ্ড এবং অর্থ দণ্ডের আদেশ দেন।
এদিকে এই মামলায় গ্রেফতারের ৭ মাস পর ২০১৭ সালের অক্টোবরে জামিনে মুক্তি পেয়েছিলেন সুহেদ।
জামিনে থাকাকালীন ২০২০ সালের ২০ ডিসেম্বর বিয়ানীবাজারে অনুষ্টিত উপজেলা বিএনপির এক সভায় গুলি বর্ষনের ঘটনায় দায়েরকৃত ফারুক হত্যা মামলার (নং ১১/২১/১২/২০) ২নং আসামীও সুহেদ। মামলাটি এখনো বিচারাধীন। এ মামলার ১নং আসামী বিয়ানীবাজার উপজেলা বিএনপির তৎকালসাধারণ সম্পাদক নুরুল ইসলাম (৪৪)।
অন্যান্য আসামীরা হলেন, কসবা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে তোফায়েল আহমদ (২৫), খাসাড়িপাড়ার এসএম মোক্তার হোসেনের ছেলে এসএম আলম হোসেন (২৭), মাথউরা পশ্চিম পাড়ার মৃত আব্দুস সালামের ছেলে মো. ইকবাল আহমদ (৩৫), সবিল মিয়ার ছেলে কাওসার আলী (২৮), আমানুল মোমিনের ছেলে এহসানুল মোমিন (৩০), শফিকুর রহমানের ছেলে সৈয়দ কাওছার আহমদ, ছত্তার আলীর ছেলে সাজিদ আলী (২৬) ও মরহুম সিদ্দিক আলীর ছেলে এনামুল হক (২৮)।
এ হত্যাকাণ্ডের পর থেকেই অস্ত্র মামলায় জামিনে থাকা সুহেদ পলাতক। ১নং আসামী ছাড়া অন্যান্যরাও পালিয়ে বেড়াচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
সুহেদের পারিবারিক সূত্র জানায়, তিনি ভারত হয়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে অবস্থান করছেন বলে তারা নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd