সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২২
কানাইঘাট সংবাদদাতা: সিলেটের সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটের একটি ধানক্ষেত থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাউরবাগ প্রথমখণ্ড গ্রামের মাঠ থেকে মঈন উদ্দিনের মরদেহটি উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন, তিনি জানান, নিহতের বয়স আনুমানিক ২৮ বছর। মঈন একই গ্রামের সফিক আহমদের ছেলে।
ওসি বলেন, ‘প্রাথমিকভাবে পরকীয়ার জেরে মঈনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার মাথায় দায়ের কোপের চিহ্ন রয়েছে।’
এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd