সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২২
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :: পাটলাই নদী দিয়ে কয়লা পরিবহনকারী একটি নৌকাকে আটকের ঘটনায় সোমবার সুনামগঞ্জ আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫ জনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হলেন উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের দুধের আউটা গ্রামের সাবজল হোসেন (২৮), তরং গ্রামের আবু জাহান (২৭) ও জয়পুর গ্রামের আহমেদ কবির (৩৬), বাদশা মিয়া (২৬) ও ডালিম মিয়া (২৮)। এদের মধ্যে সাবজল হোসেন, আবু জাহান ও আহমেদ কবির এলাকাতে সংবাদকর্মী হিসাবে পরিচিত।
মামলার বাদী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের দুধের আউটা গ্রামের মল্লিক মিয়া আদালতে দাখিল করা লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, আসামীরা সীমান্ত এলাকাতে চাঁদাবাজ হিসাবে চিহ্নিত। তারা রাত জেগে পটলাই নদী দিয়ে কয়লা পরিবহনকারী নৌকা থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৬ নভেম্বর শনিবার ভোরে পাঠাবুকা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া পাটলাই নদীতে তার ২০ মেট্রিক টন কয়লা পরিবহনকারী একটি নৌকা আটকিয়ে তাদের নিকট এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে তারা অপারগতা প্রকাশ করায় তাদের নিকট থেকে নগদ ৩০ হাজার টাকা, মালের বৈধ চালান ও কাস্টম চালানের কপি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত আহমেদ কবীর বলেন, আমরা নদীতে কোন চাঁদাবাজি করি না, তবে পুলিশকে সহযোগিতা করি। অপর অভিযুক্ত সাবজল হোসেন মোবাইলে কথা বলতে চাইলে সাংবাদিকদের মোবাইল বারবার কেটে দেন।
মামলার বাদী মল্লিক মিয়া বলেন, নামাঙ্কিত বিবাদীরা এলাকার চিহ্নিত চাঁদাবাজ। তারা একটি ইঞ্জিনচালিত নৌকা দিয়ে পাটলাই নদীতে চাঁদাবাজি করে আসছে। চাঁদা না দিলে ব্যবসায়ীদের মারধর করে নৌকাতে থাকা থালাবাসন ও রান্না করা খাবার পর্যন্ত নিয়ে যায়।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, আদালতে একটি মামলা হয়েছে এ বিষয়টি শুনেছি। মামলার আবেদন এখনো থানায় আসেনি। আবেদন পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd