সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২২
দিরাই সংবাদদাতা: দিরাই উপজেলার শ্যামারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে রাত ২টা ৪৫ মিনিটের সময় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স চারটি ইউনিটের সদস্যরা।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২০টি দোকান ভষ্মিভূত হয়েছে বলে জানা গেছে।
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মহাদেব ষ্টোর, সরবিন্দু ষ্টোর, সেবিকা ষ্টোর, রাজধানী রেস্টুরেন্ট, আরাফাত এন্টারপ্রাইজ, রাহুলএন্টারপ্রাইজ, মুদি দোকান, মেশিনারী দোকান, ইলেকট্রনিক্সের দোকান, জুতার দোকান কাঁচা মালের দোকান ছোট বড় দোকানও রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে আগুন নেভানোর কাজে স্থানীয়দের সঙ্গে জনপ্রতিনিধিরাও সহয়তা করেছে বলে জানা গেছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২০টি ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে গেছে। যেখানে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন তারা।
দিরাই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার মো. ইন্দুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন সুনামগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট, শান্তিগঞ্জের একটি ইউনিট ও দিরাই ফায়ার সার্ভিস দুইটি ইউনিট সহ মোট চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় ২০টি দোকানঘর ভস্মিভূত হয়ে যায় বলে জানান তিনি। এসময় জেলা কর্মকর্তা মো. তারেক হোসেন ভূইয়া উপস্থিত ছিলেন।
এদিকে আগুনের সূত্রেপাতের বিষয়ে জানতে চাইলে দিরাই ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত অফিসার মো. ইন্দুল হক বলেন বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে।
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রমান মামুন ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd