সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২২
মোঃ রায়হান হোসেন: সিলেট শহরতলীর শাহপরাণ (রহঃ) থানাধীন তামাবিল মহাসড়কের পিরের বাজার সাকিনস্থ হাজিভিলা মেট্রোপলিটন ইউনিভার্সিটি সামনে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (০৯ ডিসেম্বর) বিকাল অনুমাণ ৪:৩০ ঘটিকায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রাকচাপায় নিহত ব্যক্তি হচ্ছেন- গোয়াইনঘাট থানাধীন হাটগ্রাম এলাকার মৃত সমছুল হকের পুত্র মোঃ সিরাজুল ইসলাম (৭০)। তিনি বর্তমানে শাহপরাণ (রহঃ) থানাধীন চামেলীবাগ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মোঃ সিরাজুল ইসলাম (৭০) তাহার ছেলের মোটরসাইকেলে করে তার গ্রামের বাড়ির দিকে যাওয়ার পথে পিরের বাজার সাকিনস্থ হাজিভিলা মেট্রোপলিটন ইউনিভার্সিটি সামনের স্পিড ব্যাকারে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পরলে পিছন হইতে ঝড়ের গতিতে আসা ঘাকত ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনাস্থলে শাহপরাণ (রহঃ) থানার এএসআই আলমঙ্গীর প্রতিবেদককে জানান- ঘাতক ট্রাক ও চালককে আমরা আটক করে ফাঁড়িতে নিয়ে যাচ্ছি। নিহতের লাশ ময়না তদন্ত শেষে তার পরিবার কাছে হস্তান্তর করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd