কিছু সাংবাদিকরাও অসৎ হয়ে গেছেন: মোকাব্বির খান

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২২

কিছু সাংবাদিকরাও অসৎ হয়ে গেছেন: মোকাব্বির খান

বিশ্বনাথ সংবাদদাতা: সিলেট-২ আসনের এমপি ও গণফোরাম নেতা মোকাব্বির খান বলেছেন, অসৎ রাজনীতিবিদ, অসৎ ব্যবসায়ী আর অসৎ আমলাদের কারণে সরকারের উন্নয়ন নিয়ে জনগণ আজ প্রশ্ন তুলছেন। কারণ যারা শতকোটি টাকার পাহাড় বানিয়েছেন তারা অসৎভাবে বিভিন্ন দালালি করে দেশকে বিক্রি করেই টাকার পাহাড় বানিয়েছেন। তারা শত শত, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঁচার করেছেন। আর তাদের কারণেই আজ সরকারের দুর্নাম হচ্ছে। এটা আমরা সকলেই জানি। কিন্তু এই অসৎ কালোবাজারিদের রুখবে কে?। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো একা এদেরকে রুখতে পারবেন না, শাস্তির আওতায়ও আনতে পারবেন না। এই অসৎ লোটপাটকারিদের শাস্তির আওতায় আনতে হলে দেশের সচেতন নাগরিকদের সোচ্ছার হতে হবে।

রোববার দুপুরে সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী, অলংকারী, বিশ^নাথ সদর ও দেওকলস ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে ঢেউটিন বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মোকাব্বির আরও বলেন, অসৎ রাজনীতিবিদ, অসৎ ব্যবসায়ী আর অসৎ আমলাদের মতো এখন কিছু সাংবাদিকরাও অসৎ হয়ে গেছেন। তারা টাকার বিনিময়ে তিলকে তাল করে ভুল তথ্য উপস্থাপন করে জনগণকে বিভ্রান্তিতে ফেলেন। প্রেসক্লাবের সঙ্গে যারা থাকেন, ভালো পত্রিকায় যারা কাজ করেন তারা জনগণের দুঃখ দুর্ধশার কথা তুলে ধরেন। কিন্তু অসৎ ও সাংবাদিকদের কারণে সৎ ও সুনামধন্য সাংবাকিদেরও আজ দুর্নাম হচ্ছে। এই অসৎ ফায়দালোভী সাংবাদিকরা সাংবাদিকতাকেও ধুলাবলির সঙ্গে মিশিয়ে ফেলতেছে। এদেরকেও শাস্তির আওতায় আনতে হবে।

বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত ঢেউটিন বিতরনী সভায় বক্তব্য দেন কাউন্সিলর ফজর আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রকোশৗলী সাইফুল ইসলাম, থানার এসআই সাইফুল মোল্লা, ইউপি সদস্য ইউনুছ আলী ও ব্যবসায়ী নিজাম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ব্যবসায়ী মাহতাব উদ্দিন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2022
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..